‘কাশ্মীর গণহত্যা’ নিয়ে ছবি, ‘বাঙ্গালী গণহত্যা’ নিয়ে কবে হবে, প্রশ্ন নেটিজেনদের

0
620

বঙ্গদেশ ডেস্ক:বড় পর্দায় কাশ্মীরে হিন্দু পণ্ডিতদের গণহত্যা নিয়ে চলচ্চিত্র তৈরি করেছেন পরিচালক বিবেক অগ্নিহোত্রী। ১৯৯০ সালে কাশ্মীরে হিন্দু পণ্ডিতদের মাতৃভূমি ত্যাগের মর্মান্তিক কাহিনী ফুটে উঠেছে এই ছবিতে। ছবির নাম ‘দ্য কাশ্মীর ফাইলস’। পূর্বনির্ধারিত ছিল মার্চের ১১ তারিখে প্রেক্ষাগৃহে মুক্তি পাবে এই ছবিটি। অবশ্য মার্কিন মুলুকে অনেক আগেই মুক্তি পেয়েছে এই ছবি।

এর পরিপ্রেক্ষিতে প্রশ্ন উঠতে শুরু করেছে,অভিভক্ত বঙ্গের একাধিক জায়গায় বাঙ্গালী হিন্দুর সাথে যে নির্মম গণহত্যা,ধর্ষণ,লুট ও বিতারণের ঘটনা ঘটেছিল সেটা নিয়েও কবে সিনেমা তৈরি হবে?ঠিক যেমন ১৯৪৬ সাল নোয়াখালীতে হিন্দু গণহত্যা হয়েছিল ঠিক সেই রকম ভাবেই প্ল্যানমাফিক ১৯৯০সালে হয়েছিল কাশ্মীরের এই ঘটনা। ফলত, সোশ্যাল মিডিয়ায় নেটিজেনদের একাংশ প্রশ্ন তুলেছে, কাশ্মীরি হত্যাকাণ্ড নিয়ে সিনেমা তৈরি হলে বাঙ্গালী পরিচালকের হাত ধরে বাঙ্গালী হত্যাকাণ্ড নিয়ে সিনেমা কবে তৈরি হবে সেটাই অপেক্ষার।

কিন্তু ভারতে এই ছবি মুক্তির আগে বেশ বেগ পেতে হয়েছে বিবেক অগ্নিহোত্রীকে। কারণ ছবির বিষয়বস্তু। ভারতে এই ছবি মুক্তিতে নানা সমস্যার সম্মুখীন হয়েছেন পরিচালক। এসেছিল প্রাণনাশের হুমকি দিয়ে ফোনও। ইতিমধ্যে ছবির ট্রেলার আলোড়ন তুলেছে আট থেকে আশির মধ্যে।

ছবি মুক্তির আগে একটি ওটিটি প্লাটফর্মের সঙ্গে কথা হয় বিবেক অগ্নিহোত্রীর। কিন্তু বিবেক নিজে জানিয়েছেন,ছবি থেকে ইসলামিক টেররিজম (ইসলামিক সন্ত্রাসবাদ) ও হিন্দু টেররিজম (হিন্দু সন্ত্রাসবাদ) শব্দ দুটি বাদ দিতে বলা হয়। প্রসঙ্গত উল্লেখ্য, ‘দ্য কাশ্মীর ফাইলস’কে কেন্দ্র করে বিতর্কে জড়িয়েছেন কপিল শর্মার শো ‘দ্য কপিল শর্মা শো’। জানা গিয়েছে, কপিল শর্মা তার শোয়ে এই সিনেমার প্রচার করতে রাজি হননি।