জাতীয় যোগা কম্পিটিশনে পদক লাভ বঙ্গতনয়ার

বঙ্গদেশ ডেস্ক:জাতীয় স্তরে সাফল্য লাভ পাঁচ বছরের খুদে সুচরিতার। জাতীয় যোগা চ্যাম্পিয়নশিপ প্রতিযোগিতায় পদক পেয়ে নজর কেড়েছে মালদার চাঁচলের পাঁচ বছরের খুদে সুচরিতা হালদার।
ইউনিভার্সাল যোগা ফেডারেশনের উদ্যোগে উত্তরপ্রদেশের গাজিয়াবাদে গত ২৬ ও ২৭ জুন একটি প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

সেখানে উপস্থিত ছয় থেকে আট বছর বয়সি শিশুদের বিভাগে তৃতীয় হয়ে ব্রোঞ্জ পদক পেয়েছেন সুচরিতা ওরফে সাঁই। ওই বিভাগের জন্য এ রাজ্যের বিভিন্ন জেলা থেকে ২৬ জন অংশ নিয়েছিল। এছাড়াও অংশগ্রহণ করেছিল দেশের বিভিন্ন রাজ্যের হাজারেরও অধিক খুদে প্রতিযোগী। তার মধ্যে সুচরিতার এই সাফল্যে উচ্ছ্বসিত চাঁচল মহকুমার মানুষ। উত্তরবঙ্গ থেকে একমাত্র সুচরিতাই এই পদক পেয়েছে। দেহশ্রী ব্যায়ামাগারে ছোট থেকেই যোগব্যায়ামের প্রশিক্ষণ নিত সুচরিতা। চাঁচল থেকে মাত্র দু’জন এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিল৷ তার মধ্যে সুচরিতা এই সাফল্য লাভ করেছে ৷

সুচরিতার প্রশিক্ষক সুজন আলম বলেছেন, ওকে সকাল বিকেল এক করে প্রশিক্ষণ দিয়েছি৷ দেড় বছরের বেশি সময় ধরে ওকে প্রশিক্ষণ দিচ্ছি৷ ও বাকিদের থেকে একদম আলাদা৷ ওর ভীষণ তাগিদ ছিল যোগাসনের প্রতি৷ ওর অভিভাবকরা ভীষণ উদ্যমী এই ব্যাপারে৷ ছাত্রীর সাফল্যে ভীষণ খুশি প্রশিক্ষকও৷ আগামী দিনে জাতীয় স্তরে অসমে একটি প্রতিযোগিতা রয়েছে, সেখানেও তার ছাত্রীর যাওয়ার কথা রয়েছে বলে জানিয়েছেন তিনি৷