মহিলা সুরক্ষায় অনিভব পন্থা আবিষ্কার বঙ্গতনয়ের

বঙ্গদেশ ডেস্ক:রাজ্য জুড়ে মহিলা সুরক্ষা নিশ্চিত নয়। তোমার পাতার প্রায় শরীর মহিলাদের শ্লীলতাহানি বা ধর্ষণের খবর শুনতে পাওয়া যায়। মহিলা নিরাপত্তা সমাজের বুকে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়।

মহিলা সুরক্ষার বিষয়ে একটি অভিনব আবিষ্কার করেছে বর্ধমানের বড়শুলের ১৮ বছরের একটি ছাত্র। তার নাম আবির ঘোষ। দুর্গাপুরের একটি বিটেক কলেজে প্রথম বর্ষের ছাত্র সে। তার এই অভিনব বৈজ্ঞানিক আবিষ্কার ইন্ডিয়া বুক অফ রেকর্ডস ২০২৩ বিজ্ঞান বিভাগে স্থান করে নিয়েছে।

এই যন্ত্রটি ব্যান্ডের মতো হাতে পরতে হবে। কোনো মহিলা বিপদে পড়লে এই যন্ত্রের সাহায্যে প্রশাসন এবং পরিবারের লোকের কাছে খবর দিতে পারবে এবং তৎক্ষণা প্রশাসন ওই স্থানে উপস্থিত হয়ে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করতে পারবে।