আগুন লাগার পরেও – ৩৯

0
551

দীপ্তাস্য যশ

আগের পর্বসমূহ – [] – [] – [] – [] – [] – [] – [] – [] – [] – [১০] – [১১] – [১২] – [১৩] – [১৪] – [১৫] – [১৬] – [১৭] – [১৮] – [১৯] – [২০] – [২১] – [২২] – [২৩] – [২৪] – [২৫] – [২৬] – [২৭] – [২৮] – [২৯] – [৩০] – [৩১] – [৩২] – [৩৩] – [৩৪] – [৩৫] – [৩৬] – [৩৭] – [৩৮]

ঊনচল্লিশ

জানেন স্যার, মেয়েটা চলে যাওয়ার পরে তখন এমনিই আমার পৃথিবীটা পুরো শূন্য। মনে শুধু একটাই প্রশ্ন— কেন আমার সাথে এরকম হলো? কেন ভগবান আমার কাছ থেকে সবাইকে কেড়ে নিল? বউকে খুব ভালোবাসতাম, জানেন! খুব ভালো মানুষ ছিল আমার বউটা। সন্ধ্যেবেলায় যখন লালপাড় সাদা শাড়ি পরে তুলসীতলায় প্রদীপ দিয়ে শঙ্খ বাজাত, মনে হতো যেন সাক্ষাৎ দেবী। অসম্ভব মায়া ছিল মানুষটার মনে। ওই আহমেদদা তখন সবে সবে এখানে এসেছে। খাওয়া পরার কিছু ঠিক নেই। আমাদের তখন একান্নবর্তী পরিবার। দুই বোনের বিয়ে হয়ে গেছে। কিন্তু বাবা মার বয়স হয়েছে। সারাদিন সব কাজ ওকেই একা হাতে করতে হত। তারপরেও যখন আহমেদদার মা অসুস্থ হয়েছে, তখন আমার বউই সব দেখাশুনা করেছে। আহমেদদার মা মারা যাওয়ার পরে বিয়ের আগে অবধি তো আমাদের বাড়িতেই প্রায় দিন খেত আহমেদদা।”

দীপ্তাস্য যশের বড় গল্প “অগ্নি কুঠার” এবং উপন্যাস “আগুন লাগার পরেও” সংকলিত হয়ে “আগুন লাগার পরেও” শিরোনামে বই হিসেবে প্রকাশিত হচ্ছে বইচই থেকে। ১২ই ফেব্রুয়ারী ২০২২ থেকে থেকে বইটি পাওয়া যাচ্ছে বইচই ওয়েবসাইট এবং তাদের কলেজস্ট্রীটের বিপণী থেকে।

Aagun Lagar Poreo