শুভেন্দুকে আক্রমণ করতে গিয়ে চাঁচলবাসীকে কুকুর, বিড়াল বলে সম্বোধন দেবাংশুর, ক্ষুব্ধ চাঁচলবাসী

0
832

বঙ্গদেশ ডেস্ক:মালদহে জয়ের জন্য প্রচারকার্য চালাচ্ছে তৃণমূল। তারই সূত্রে মালদহের মালতীপুর বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী আব্দুর রহিম বক্সির প্রচারের জন্য একটি জনসভা আয়োজন করে স্থানীয় তৃণমূল। জালালপুর হাইস্কুল মাঠে আয়োজিত এই জনসভায় তৃণমূলের মুখপাত্র দেবাংশু ভট্টাচার্য অংশগ্রহণ করেন। এই সময়, সভায় বক্তব্য দিতে গিয়ে বিজেপিকে নিশানা করে দেবাংশু। এছাড়াও মালদহে তৃণমূলের জয় হবে, এমনটাই আশাবাদ ব্যক্ত করেছে দেবাংশু। 

সভা থেকে মালদহে জয়ের জন্য তৃণমূলকে ভোট দেওয়া আহ্বান করার সাথে সাথে শুভেন্দু অধিকারীকে বেঈমান বলে আক্রমণ করেছে তৃণমূলের মুখপাত্র দেবাংশ ভট্টাচার্য। এছাড়াও শুভেন্দুকে উচিত শিক্ষা দেওয়ার জন্য জনতার প্রতি তিনি আহ্বান জানান। এক পর্যায়ে শুভেন্দু অধিকারীর প্রসঙ্গ তুলে দেবাংশু বলেন, “এখানে কিছুদিন আগেই চাঁচলে শুভেন্দু সভা করেছিল। মাত্র ৫০০ কুকুর, বিড়াল, গরু, ছাগল ছাড়া আর কেউই আসেনি৷ ”

শুভেন্দুকে কটাক্ষ করতে গিয়ে চাঁচলবাসীকে কুকুর বিড়াল বলায় ক্ষুব্ধ হয়েছে চাঁচলের সাধারণ মানুষ। চাঁচলবাসীকে প্রকারান্তরে জন্তু জানোয়ার বলায় দেবাংশুর এই বক্তব্যের তীব্র বিরোধিতা করেছে বিজেপি, সংযুক্ত মোর্চা সহ অন্যান রাজনৈতিক দলগুলো। তারা তৃণমূলের মুখপাত্র দেবাংশুকে চাঁচলবাসীর কাছে নিঃশর্ত ক্ষমা চাওয়ার দাবী জানায়। এছাড়াও, একাধিক চাঁচলবাসী বিষয়টি নিয়ে প্রতিক্রিয়া জানাতে গিয়ে জানায় যে দেবাংশু তার এই বক্তব্যের জন্য নিঃশর্ত ক্ষমা না চাইলে চাঁচলবাসী ভোটের মাধ্যমে তার জবাব দেবে।