তুরস্কের খিলাফত আন্দোলন সমর্থনের ফলে গান্ধীবিরোধী মনোভাব আর্মেনিয়ায়, গান্ধীমূর্তিতে আগুন

বঙ্গদেশ ডেস্ক: আর্মেনিয়ায় আক্রান্ত হলো গান্ধীমূর্তি। আর্মেনিয়ায় অবস্থিত এই গান্ধীমূর্তির ওপর সম্প্রতি হামলা চালায় একদল সংঘবদ্ধ দুষ্কৃতী। হামলাকারীরা মূর্তিটি ভেঙে ফেলার চেষ্টা করে এবং শ্লোগান দিতে দিতে মূর্তিটিতে পাথর ও ডিম ছোঁড়ে। এরপর তারা মূর্তিটির গায়ে আগুন লাগিয়ে দেয়। পুলিশ এসে পরিস্থিতির নিয়ন্ত্রণে নিয়ে এলেও এই ঘটনার রেশ এখনও কাটেনি দেশটিতে এবং ধীরে ধীরে দেশটির জনগণের মধ্যে গান্ধীবিরোধী এক মনোভাব গড়ে উঠছে। 

তুরস্কের সাথে আর্মেনিয়ার চিরবৈরী সম্পর্ক। কারণ দেশটির নাম তুরস্ক৷ পৃথিবীর বুকে অসংখ্য গণহত্যার জন্মদাতা এই দেশটি। তারই ধারাবাহিকতায় দেশটি আর্মেনিয়াতেও ব্যাপক গণহত্যা চালিয়েছিল খিলাফত বা ইসলামের খলিফার শাসন প্রতিষ্ঠার লক্ষ্যে। এই পাশবিক গণহত্যার জন্যে তুরস্কের বিরুদ্ধে চিরবৈরী মনোভাব আর্মেনিয়ার জনগণের মধ্যে। সম্প্রতি আর্মেনিয়ার গণহত্যা নিয়ে তুরস্ক বিরোধী সেন্টিমেন্ট দেশটিতে ব্যাপক হারে বেড়েছে। 

এরই অংশ হিসেবে তুরস্ক বিরোধী বিক্ষোভ চালাচ্ছে দেশটির জনতা। তুরস্ক বিরোধী এই বিক্ষোভের ধারাবাহিকতায় আর্মেনিয়ার জনতা তাদের ক্ষোভ উগরে দিলো ইয়ারভ্যানে অবস্থিত এই গান্ধী মূর্তির ওপরে। কেননা, তুরস্কের খিলাফত আন্দোলনের সময়ে তুরস্কের খলিফার প্রতি অকুন্ঠ সমর্থন দিয়েছিল মহাত্মা গান্ধী, যা ছিল সম্পূর্ণভাবে একটি ধর্মীয় আন্দোলন। মহাত্মা গান্ধীর সেই সমর্থনই তাঁকে আর্মেনিয়াবাসীর ভালবাসার বদলে ঘৃণার পাত্র করে তুলেছে এবং দেশটির জনতা তাদের চেপে রাখা ক্ষোভ উগরে দিয়েছে। দেশটির সরকার তদন্তের আশ্বাস দিয়েছে যদিও কিন্তু তাতে আর্মেনিয়ার জনতার মনোভাবে কোন প্রভাব ফেলবে না বলে অভিমত রাজনৈতিক বিশ্লেষকদের।