ভরসা থাকুক ‘প্রধানমন্ত্রী কেয়ার্স ফান্ডে’, অনুদানের আশ্বাস দালাই লামার

বঙ্গদেশ ডেস্ক: বৌদ্ধ ধর্মাবলম্বীদের অবিংসবাদী নেতা হলেন দালাই লামা। ভারতের এই সংকটময় সময়ে নির্বাসনে থাকা তিব্বতের আধ্যাত্মিক নেতা দালাই লামা ভারতের পাশে থাকার একটি বৈশ্বিক বার্তা দিয়েছেন। ‘দালাই লামা ট্রাস্ট’ এর পক্ষ থেকে ‘প্রধানমন্ত্রী কেয়ার্স ফান্ড’ এ তিনি অনুদান দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন।

টুইটারে একটি বার্তা দিয়ে আনুষ্ঠানিক ঘোষণা করা হয়েছিল, “এই সঙ্কটময় সময়ে, উদ্বেগজনক কোভিড – ১৯ পরিস্থিতিতে, আমি দালাই লামা ট্রাস্টকে ভারতের সঙ্গে একাত্মতার নিদর্শন হিসাবে প্রধানমন্ত্রী-কেয়ার্স তহবিলে অনুদান দেওয়ার জন্য বলেছি।”

আধ্যাত্মিক নেতার তরফে এই পোস্টটিতে ঘোষণা করা হয়েছে, “আমি উদ্বেগের সঙ্গে লক্ষ্য করছিলাম কোভিড -১৯ মহামারীটি ভারত সহ গোটা বিশ্বের সম্মুখে একটি বড় চ্যালেঞ্জ তুলে ধরেছে।”

“এই ধ্বংসাত্মক মহামারীর মোকাবিলার জন্য যে সমস্ত প্রচেষ্টা গ্রহণ করা হচ্ছে, বিশেষত যারা ফ্রন্টলাইনে থেকে সাহসীকতার সঙ্গে কাজ করে, তাদের উদ্দেশ্যে আমি আমার কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আমি প্রার্থনা করি যাতে এই মহামারীর পরিস্থিতি শীঘ্রই শেষ হয়”, বলে তিনি আশা প্রকাশ করেছেন।

নিঃসন্দেহে দালাই লামার এই ঘোষণাটি মহামারীর বিরুদ্ধে ভারতের লড়াইকে শক্তিশালী করার জন্যে একটি বড় পদক্ষেপ।

প্রসঙ্গত উল্লেখ্য, ১৯৫৯ সালে চীনা দখলদারীর বিরুদ্ধে তিব্বতি বিদ্রোহের সময় দালাই লামা ভারতের শরণাপন্ন হন। তখন থেকেই তিনি ভারতে বসবাস করছেন।