করিমগঞ্জে অতি প্রাচীণ নরসিংহ মন্দির লুটের ঘটনায় গ্রেফতার ৪ মুসলিম দুষ্কৃতী, উদ্ধার লুটের স্বর্ণালঙ্কার 

0
765

বঙ্গদেশ ডেস্ক:আসামের করিমগঞ্জের নিলামবাজারে অবস্থিত দুশো বছরের প্রাচীণ নরসিংহ মন্দির সম্প্রতি লুট করে একদল দুষ্কৃতী। এই নিয়ে ব্যাপক ক্ষিপ্ত ছিল স্থানীয় হিন্দু সম্প্রদায়ের মানুষ। দ্রুততম সময়ে অপরাধীদের গ্রেফতারের লক্ষ্যে এই ডাকাতির ঘটনায় তদন্তে নামে স্থানীয় পুলিশ। অবশেষে মিলেছে সফলতা। প্রাচীণ এই নরসিংহ মন্দিরে ডাকাতির ঘটনায় চার মুসলিম লুটেরাকে আটক করেছে স্থানীয় পুলিশ। 

আটককৃত চার মুসলিম দুষ্কৃতীর নাম হলো মাহাবুবুর রহমান, আইনুল হক, আহাদ উদ্দিন, সেলিম উদ্দিন। স্থানীয় পুলিশের সূত্রে জানা যায় গত ১১ এপ্রিল গভীর রাতে দুশো বছরের প্রাচীণ এই নরসিংহ মন্দিরে হানা এই ডাকাত দলটি। তারা প্রথমে মন্দিরের পুরোহিতকে বেধড়ক মারধর করে এবং তাকে হাত পা বেঁধে ফেলে রাখে। এরপরে তারা মন্দিরটিতে ব্যাপক ভাঙচুর চালায় ও বিগ্রহের গায়ের স্বর্ণালঙ্কার এবং মন্দিরের অর্থ লুট করে।

ঘটনাটি পরদিন স্থানীয় হিন্দুদের মাঝে জানাজানি হওয়ার পরে, হিন্দু সম্প্রদায়ের মধ্যে ব্যাপক ক্ষোভের সঞ্চার হয়। তারা অপরাধীদের দ্রুত গ্রেফতারের দাবী জানায়৷ ফলে অতিদ্রুত মাঠে নামে পুলিশ। বিশ্বস্ত সূত্রে পুলিশ খবর পায় যে এই চার মুসলিম দুষ্কৃতী মন্দিরের স্বর্ণালঙ্কার বিক্রি করার জন্যে গোপনে চেষ্টা করছে। এরপরই অভিযান চালিয়ে চার মুসলিম দুষ্কৃতীকে মন্দিরের লুটকৃত স্বর্ণালঙ্কার সহ হাতেনাতে গ্রেফতার করে পুলিশ। করিমগঞ্জবাসী পুলিশের এই দ্রুত তৎপরতায় খুবই খুশি।