ফিরহাদ হাকিমের হনুমান জয়ন্তীর শুভেচ্ছাকে ভূতের মুখে রামনাম বললো বিশ্ব হিন্দু পরিষদ 

0
592

বঙ্গদেশ ডেস্ক:গত পরশু ছিল হনুমান জয়ন্তী৷ এদিন রাজ্যবাসীকে হনুমান জয়ন্তীর শুভেচ্ছা জানিয়েছেন তৃণমূলের প্রাক্তন মন্ত্রী ও কলকাতার প্রাক্তন মেয়র ফিরহাদ হাকিম৷ ফিরহাদ হাকিমের এই শুভেচ্ছা জানানো নিয়ে নেটিজেনদের মধ্যে হাস্যরসের সৃষ্টি হয়। অন্যদিকে ফিরহাদ হাকিমের এই শুভেচ্ছাবার্তার প্রতিক্রিয়ায় এটিকে “ভূতের মুখে রাম নাম” বলে কটাক্ষ করেছে। এই নিয়ে রাজ্যে শুরু হয়েছে জোর চর্চা। 

ফিরহাদ হাকিমের ফেসবুক পেজ থেকে হনুমান জয়ন্তীর শুভেচ্ছা জানিয়ে একটি পোস্টার আপলোড করা হয়। পোস্টারটিতে রাজ্যবাসীকে হনুমান জয়ন্তীর শুভেচ্ছা জানিয়েছে ফিরহাদ হাকিম। এই পোস্টারটির প্রতিক্রিয়ায় বিশ্ব হিন্দু পরিষদের নেতা অমিয় সরকার জানান, ” শাক দিয়ে কি আর মাছ ঢাকা যায়? গার্ডেন রিচ, মেটিয়াবুরুজকে মিনি পাকিস্তান বলে এখন আবার হনুমান জয়ন্তীর শুভেচ্ছা জানালেন। ওনার দলের নেত্রীই রাম নবমীর বিরোধিতা করেছিলেন। ” https://www.facebook.com/590885564341953/posts/3762012320562579/

অমিয় সরকার আরও বলেন, ” জয় শ্রীরাম শুনলে যারা রেগে যায়, তারা তো ভগবান রামের বিরোধী। প্রভু শ্রীরামের সবচেয়ে বড় ভক্তের জন্মদিনে আবার তারাই শুভেচ্ছা জানাচ্ছে। এ তো ভূতের মুখে রাম ছাড়া কিছুই না। ” অন্যদিকে ফিরহাদ হাকিমের এই শুভেচ্ছাবার্তাকে নিয়ে নেটিজেনদের মধ্যেও হাস্যরসের সৃষ্টি হয়েছে। নেটিজেনদের বক্তব্য একদিকে ভগবান রামের বিরোধিতা করে অন্যদিকে হনুমান ভক্তি, হিপোক্রেসির চূড়ান্ত নিদর্শন বুঝি একেই বলে৷