ক্যানিংয়ে কাটমানি না দেওয়ায় এক ব্যক্তিকে মারধরে অভিযুক্ত তৃণমূল নেতারা

0
454

বঙ্গদেশ ডেস্ক: ১০০ দিনের কাজে কাটমানি না দেওয়ায় এক ব্যক্তিকে বেধড়ক মারধরের অভিযোগ উঠল তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার ক্যানিং থানার অন্তর্গত ছাড়িয়া গ্রাম পঞ্চায়েত এলাকায়।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ১০০ দিনের কাজ করার জন্য এক ব্যক্তির ব্যাঙ্ক অ্যাকাউন্টে ৬ হাজার টাকা জমা পড়ে। আর সেই টাকার অর্ধেক কাটমানি হিসেবে দাবি করে স্থানীয় তৃণমূল নেতৃত্ব। ওই ব্যক্তি তা দিতে রাজি হননি। রবিবার সকালে একদল তৃণমূল কংগ্রেস কর্মী ওই ব্যক্তিকে বেধড়ক মারধর করেন বলে অভিযোগ। গুরুতর আহত ওই ব্যক্তিকে ভর্তি করা হয় হাসপাতালে।

ঘটনার পর উত্তেজনা ছড়িয়ে পড়ে এলাকায়। খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ। তবে অভিযুক্ত তৃণমূল কর্মী ও সদস্যদের গ্রেপ্তার করতে সক্ষম হয়নি পুলিশ। অপরদিকে, এই ঘটনার প্রতিবাদে সরব হয়েছেন এলাকার বাসিন্দারা।

রাজ্যজুড়ে পঞ্চায়েতগুলোতে বিভিন্ন সরকারি প্রকল্প নিয়ে বারবার দুর্নীতির অভিযোগ উঠে আসছে শাসক দলের নেতাদের বিরুদ্ধে। কখনও আবাস যোজনার ঘর, আবার কখনও ১০০ দিনের কাজের টাকা থেকে স্থানীয় তৃণমূল নেতারা কাটমানি চাইছেন বলে অভিযোগ। কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই অভিযুক্ত সেই সব তৃণমূল নেতাদের বিরুদ্ধে কোনও ব্যবস্থা নিতে দেখা যাচ্ছে না দলকে। কাটমানি নিয়ে দলকে কড়া বার্তা দিয়েছিলেন মমতা। তিনি হুঁশিয়ারি দিয়েছিলেন, কারও বিরুদ্ধে এরকম অভিযোগ এলে ব্যবস্থা নেওয়া হবে।কিন্তু বাস্তবে তার প্রতিফলন দেখা যাচ্ছে না। তবে রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, আদতে তা ক্ষতি করছে তৃণমূলেরই।