ট্যাঙ্ক ও ট্রাক বহনকারী, ভারতে তৈরি ল্যান্ডিং ক্র্যাফট ইউটিলিটি শিপ এল নৌবাহিনীতে

0
681

বঙ্গদেশ ডেস্ক – ল্যান্ডিং ক্র্যাফট তথা ইউটিলিটি জাহাজ এলসিইউ মার্ক ৪ শ্রেণির অষ্টম এবং শেষ জাহাজ ‘ইন্ডিয়ান নেভাল ল্যান্ডিং ক্রাফট ইউটিলিটি এল ৫৮’ হত বৃহস্পতিবার, ১৮ ই মার্চ ভারতীয় নৌসেনায় অন্তর্ভুক্ত হল। ভারতের পোর্ট ব্লেয়ার, আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে নৌবাহিনীতে যথাযথ মর্যাদায় জাহাজটি কমিশন করা হয়।

সম্পূর্ণ ভারতীয় প্রযুক্তিতে কলকাতার ‘গার্ডেন রিচ শিপবিল্ডার্স অ্যান্ড ইঞ্জিনিয়ার্স লিমিটেড’ (জিআরএসই) দ্বারা জাহাজটি নির্মিত হয়েছে। এই সদ্য কমিশন হওয়া যুদ্ধজাহাজের নকশা তৈরি এবং নির্মাণের ক্ষেত্রে ভারতের ‘মেক ইন ইন্ডিয়া’র উদ্যোগকেই প্রাধান্য দেওয়া হয়েছে। বলা হচ্ছে ‘আত্মনির্ভর ভারত’ এর সাফল্যের মুকুটে এটি আরও একটি পালক যুক্ত করেছে।

এলসিইউ ৫৮ হ’ল একটি উভচর জাহাজ যা ক্রু ছাড়াও ১৬০ জন সৈন্য বহন করতে পারে। প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, ৯০০ টন জল প্রতিস্থাপন করে জাহাজটি বিভিন্ন ধরণের যুদ্ধের যানবাহন যেমন মেইন ব্যাটল ট্যাঙ্ক (এমবিটি), বিএমপি, আর্মার্ড যানবাহন, ট্রাক ইত্যাদি বহন করতে সক্ষম।

জাহাজটির দৈর্ঘ্য ৬৩ মিটার এবং এটি দুটি এমটিএ ৪,০০০ সিরিজের ইঞ্জিনযুক্ত, যা ১৫ নট বা ২৮ কিমি প্রতি ঘণ্টা গতিতে জাহাজটিকে চালনা করতে সক্ষম।

এলসিইউ ৫৮ পোর্ট ব্লেয়ারে নোঙ্গর করবে এবং বিভিন্ন ভূমিকায়, যেমন অনুসন্ধান ও উদ্ধার, দুর্যোগে ত্রাণ বিলি, উপকূলীয় অঞ্চলে টহল এবং আন্দামান ও নিকোবার উপদ্বীপে নজরদারি চালানো, বঙ্গোপসাগর এবং ভারত মহাসাগর অঞ্চলে অভিযান চালাতে ব্যবহৃত হবে।