আসামের ভাষা ও সংস্কৃতি ধ্বংস করার চেষ্টা করছে মিঞা মুসলিমরা- হেমন্ত বিশ্বশর্মা 

0
628

বঙ্গদেশ ডেস্ক: ইসলামিক মৌলবাদীদের বিরুদ্ধে কঠোর অবস্থান এবং সর্বদা ইস্পাতের ন্যায় বক্তব্য ও কর্মের জন্য আসামের বিজেপি নেতা হেমন্ত বিশ্বশর্মা বেশ জনপ্রিয়। সম্প্রতি আবারও আলোচনায় হেমন্ত আলোচনায় হেমন্ত বিশ্বশর্মা। আসামের “মিঞা মুসলিম” দেরকে আসামের ভাষা ও সংস্কৃতি নষ্টের জন্য দায়ী করলেন তিনি। ফলে তৈরী হয়েছে নয়া বিতর্কের। এই দায়ী করার পেছনের কারণ অনুসন্ধান করলে বাস্তবিক চিত্রগুলো উঠে আসে। 

আসামের মুসলমান জনগোষ্ঠীকে দুইটি ভাগে ভাগ করা হয়। একটি হলো আসামের মুসলিম জনগোষ্ঠী, যাদের আদিনিবাস আসামের ভূমি। আরেকটি অংশ হলো বাংলাদেশ ও আসামের বাইরের বিভিন্ন অঞ্চল থেকে আগত মুসলিমরা। মূলত এদেরকেই আসামে “মিঞা মুসলিম” বলে অভিহিত করা হয় এবং এই মুসলিমরাও নিজেদেরকে “মিঞা মুসলিম” বলে পরিচয় দিয়ে থাকে। 

আসামের ইতিহাস ও বর্তমান পর্যালোচনা করলে দেখা যায় যে এই “মিঞা মুসলিম”-রা প্রচণ্ডভাবে সাম্প্রদায়িক মনস্ক এবং এদের মধ্যে অপরাধপ্রবণতা বেশি। বিশেষত হিন্দু ধর্ম এবং ধর্মাবলম্বীদের প্রতি তাদের একটি প্রত্যক্ষ ও ঘৃণ্য আক্রোশ কাজ করে এবং এগুলো তারা বংশ পরম্পরায় ধারণ করে আসছে। এই “মিঞা মুসলিম” দেরকে আসামের ভাষা ও সংস্কৃতিতে নষ্ট করার জন্য দায়ী করে হেমন্ত বিশ্বশর্মা একটি জনসভায় বলেন যে তাদের ভোটে তিনি নির্বাচিত হতে চান না যারা আসামের ভাষা ও সংস্কৃতি ধ্বংস করার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছে। এদের ভোটে তিনি নির্বাচিত হয়ে বিধায়ক হতে চান না। 

ইতিপূর্বেও আসামে ইসলামিক আগ্রাসন নিয়ে সরব হয়েছিলেন। আসামে বাংলাদেশী মুসলিমদের অনুপ্রবেশ নিয়ে বরাবর প্রতিবাদ করেছেন তিনি। এবার আসামে “মিঞা মুসলিম” দের  বিরুদ্ধে সরাসরি অভিযোগ তোলায় পুনরায় আলোচনায় তিনি। তাঁর এই মন্তব্যের পর থেকে আসামের রাজ্য রাজনীতির মাঠ আবারও সরগরম হয়ে উঠেছে।