জম্মু কাশ্মীরঃ আর্মির নজরে ২০২০, ১০৩টি অপারেশানে ২২৫ জন জঙ্গী নিকেশ

0
631

বঙ্গদেশ ডেস্ক – জম্মু কাশ্মীর পুলিশের ডাইরেক্টর জেনারেল (ডিজিপি) দিলবাগ সিং জানিয়েছেন, ২০২০ সালে জম্মু ও কাশ্মীরের কেন্দ্রশাসিত অঞ্চল (ইউটিটি) জুড়ে মোট ১০৩ টি সেনা, পুলিশ বা যৌথ অভিযান চালানো হয়েছে। একাধিক ইণ্টালিজেন্স এজেন্সির সাথে কোঅর্ডিনেশান এবং গ্রাউন্ড নেটওয়ার্কের দেওয়া খবরের উপরে ভিত্তি করে চালানো এই অপারেশানগুলি অত্যন্ত সফল হয়েছে। মোট ২২৫ জন জঙ্গীকে নির্মূল করা হয়েছে বলে ‘দ্যা ইকোনমিক টাইমস’-এর রিপোর্টে উল্লেখ করা হয়েছে।

পুলিশ নিজের ভূমিকার উপর যথেষ্ট আস্থা অর্জনের সাথে ইউনিয়ান টেরিটরিতে-তে পরিস্থিতির উন্নতি হয়েছে বলে উল্লেখ করেন ডিজিপি সিং। তিনি জানিয়েছিলেন যে ২০২০ সালে এই কেন্দ্রশাসিত অঞ্চলে আইন শৃঙ্খলা পরিস্থিত আগের থেকে অনেকটাই উন্নত হয়েছে। ১৯৯৯ সালে জম্মু কাশ্মীরে সন্ত্রাসবাদী আক্রমণের মোট ৫৮৪ টি ঘটনা ঘটে। ২০২০ সালে এরকম ঘটনা কমে ১৪৩ এ গিয়ে দাঁড়িয়েছে। তারা নিশ্চিত যে এই সংখ্যা আরও কমবে আগামী বছরে।

ডিজিপি সিং অবশ্য স্বীকার করেছেন যে জঙ্গী সংগঠনগুলিতে স্থানীয় স্তরে নিয়োগের পরিমাণ বেড়েছে। তবে তিনি আরও জানান, ২০২০ সালে জঙ্গীবাদে যোগ দেওয়া এই রকম নিয়োগপ্রাপ্ত যুবকদের সংখ্য প্রায় ১৬৭ জনের মত। তবে এদের ৭০ শতাংশকেই সফলভাবে এনকাউণ্টার করে মারা হয়েছে অথবা গ্রেপ্তার করা হয়েছিল।

২০২০ সালের পূর্বে রাজ্যে জারি থাকা বিতর্কিত ধারা ৩৭০ বাতিল হওয়ার পরে প্রথম বছর হিসাবে এই সাফল্যগুলির বিশেষ তাৎপর্য রয়েছে। সংসদের আগস্ট মাসের অধিবেশনে ২০১৯ সালে জম্মু ও কাশ্মীর এবং লাদাখকে পৃথক দুটি কেন্দ্রশাসিত অঞ্চলে বিভক্ত হয়েছিল। আশা করা হচ্ছে ২০২১ সালে এখানের জঙ্গী কাজকর্ম আরও কমবে।