কলকাতাবাসীর জন্য উপহার ভারতীয় রেলের! মেট্রোর মাধ্যমে জুড়ে যাচ্ছে দুই কালীক্ষেত্র

0
732

বঙ্গদেশ ডেস্ক:- বাঙালি হিন্দুদের জন্য সুখবর। বাঙালি হিন্দুদের বড়ো উপহার দিচ্ছে ভারতীয় রেল। সেই পরিপ্রেক্ষিতেই বাংলায় আসতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শেষবার মোদী মমতাকে একত্রে দেখা গেছিল ভিক্টোরিয়া মেমোরিয়াল হলে। যদিও সেই সময় ‘জয় শ্রী রাম’শ্লোগান ঘিরে যে বিতর্কের বাতাবরণ তৈরি হয়েছিল তার জেরে বৃদ্ধি পেয়েছে রাজনৈতিক উত্তেজনা। এখন আবারও মোদী মমতাকে একই ফ্রেমে দেখতে পাওয়ার উত্তেজনা সৃষ্টি হয়েছে। আগামী ২২ সে ফেব্রুয়ারি রাজ্যে খুব সম্ভবত আসতে পারেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

নোয়াপাড়া দক্ষিনেশ্বর রুটে মেট্রো পরিষেবার উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পাশাপাশি উপস্থিত থাকবেন, মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, রাজ্যপাল জগদীপ ধনখড় এবং কেন্দ্রীয় রেলমন্ত্রী পীযুষ গোয়েল। নোয়াপাড়া ও দক্ষিণেশ্বরের দুরত্ব প্রায় ৪ কিমি। এই লাইনে মেট্রোর কাজ একেবারে সম্পূর্ণ, দক্ষিনেশ্বর কালী মন্দিরের আদলে তৈরি করা হয়েছে মেট্রো স্টেশন।

রুট অনুযায়ী মেট্রো লাইনের কাজ সম্পূর্ণ হয়ে গিয়েছে। এমনকি ট্রায়াল রানও হয়েছে। এখন এই রুটে মেট্রো চালানোর চূড়ান্তমুহুর্তের প্রস্তুতি নিচ্ছেন আধিকারিকরা। প্রাপ্ত খবর অনুযায়ী, প্রধানমন্ত্রী রাজ্যে এসে স্বহস্তে এই পরিষেবার উদ্বোধন করবেন। ওইদিন প্রধানমন্ত্রী হুগলীর ডানলপ ময়দানে একটি সভা করবেন বলেও খবর পাওয়া গিয়েছে।

স্থানীয়রা ভীষণ উচ্ছসিত। তারা বলছেন, দক্ষিণেশ্বরের মেট্রো চালু হলে ওই রুটে যোগাযোগ ব্যবস্থার মান আরও বাড়বে। একই সঙ্গে দুই কালী ক্ষেত্র (কালীঘাট ও দক্ষিনেশ্বর) কলকাতা মেট্রোর মধ্যে জুড়ে যাবে। যা বাঙালিদের জন্য নিঃসন্দেহে একটা বড়ো ও আনন্দের বিষয়।