ট্রপেক্স ২১: নেভির বিমান থেকে জাহাজ ধ্বংসকারী Kh35E ক্ষেপণাস্ত্রের পরীক্ষা সফল

0
559

বঙ্গদেশ ডেস্ক:-ভারতের সেনাবাহিনী শত্রু মোকাবিলায় কতটা তৈরি তা বোঝার জন্যে Theatre Level Readiness and Operational Exercise ২১ অর্থাৎ TROPEX-২১ নামে ভারতের কম্যান্ড থিয়েটারের একটি প্রস্তুতি পর্ব চলছে। এখানে ট্রাই কম্যান্ডের পাশাপাশি মূলত নৌসেনার যুদ্ধ প্রস্তুতির পর্যালোচনা করা হয়।

এই ট্রায়ালগুলি আকস্মিক বহিঃশত্রুর আক্রমণের বিরুদ্ধে ভারতকে তৈরি রাখবে। ডিফেন্স নিউজের রিপোর্টে উল্লেখিত, বর্তমানে চলতে থাকা থিয়েটার স্তরের প্রস্তুতি এবং অপারেশনাল রেডিনেসের (তৈরি থাকা) অনুশীলনে, ভারতীয় নৌবাহিনীর ইলিউশিন ৩৮ এসডি বিমান থেকে কম্ব্যাট Kh35E যুদ্ধ জাহাজ ধ্বংসকারী (অ্যান্টি শিপ) মিসাইলের সফল উৎক্ষেপণ করা হয়েছে।

প্রতিরক্ষা মন্ত্রকের বিবৃতি থেকে জানা গিয়েছে, যুদ্ধবিরোধী Kh35E ক্ষেপণাস্ত্রগুলি ৩১ শে জানুয়ারিতে প্রয়োজনীয় লক্ষ্যবস্তুটিকে সফলভাবে আঘাত করতে ও ডুবিয়ে দিতে সক্ষম হয়েছিল।

বিবৃতিতে আরও জানানো হয়েছে, এই মহড়াটি ভারত মহাসাগর অঞ্চলের বিশাল এলাকায় একটি সামুদ্রিক ব্লকেড স্থাপনের মহড়া করতে তথা ভারতীয় নৌবাহিনীকে শক্তিশালী করার জন্য প্রয়োজন ছিল, এটি সেই কাজেই বিশেষ সহায়তা করবে। এই ব্যবস্থার দ্বারা অপারেশনাল চ্যালেঞ্জগুলি পূরণ করা যাবে। উপকূলের সুরক্ষা নিশ্চিত করার পাশাপাশি বিশাল সামুদ্রিক অঞ্চলের নিরাপত্তা বজায় রাখার ক্ষেত্রেও এই ব্যবস্থাটি বিশেষভাবে গুরুত্বপূর্ণ।

বিবৃতিতে এর সাথে উল্লেখ করা হয়েছে, “ট্রপেক্স ২১-এর লক্ষ্য হল বর্তমানের জিও স্ট্রাটেজিক (ভূকৌশলগত) বিন্যাসের প্রেক্ষাপটে দাঁড়িয়ে একটি ‘জটিল বহুমাত্রিক অনুশীলন (multi-dimensional exercise) -এর ব্যবস্থা করা যেখানে বিমান বাহিনী, সেনাবাহিনী এবং কোস্টগার্ডের পাশাপাশি নৌবাহিনীরও যুদ্ধ প্রস্তুতির পরীক্ষা করা সম্ভব হবে।”