এবার বাংলায় সক্রিয় হল গৈরিক শিক্ষক সংগঠন

0
1426

বঙ্গদেশ ডেস্ক: গত ২ তারিখ, বেলা ৩ টায়, বনগাঁর বিশিষ্ট শিক্ষক চন্দন ঘোষের বাড়িতে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘের শিক্ষক সংগঠন অখিল ভারতীয় রাষ্ট্রীয় শৈক্ষিক মহাসঙ্ঘের একটি বিশেষ বৈঠক অনুষ্ঠিত হয়।  এই বিশেষ বৈঠকটি আগামী ১০-ই ফেব্রুয়ারী সংগঠনটির “বিকাশ ভবন অভিযান” উপলক্ষ্যে আয়োজন করা হয়। এই বিশেষ বৈঠকে রাষ্ট্রীয় শৈক্ষিক মহাসঙ্ঘের (ABRSM) তিনটি শখা বঙ্গীয় নব উন্মেষ প্রাথমিক শিক্ষক সঙ্ঘ ( BNUPSS), বঙ্গীয় শিক্ষক ও শিক্ষাকর্মী সঙ্ঘ (BSSSS) এবং জাতীয়তাবাদী অধ্যাপক গবেষক সঙ্ঘ (JAOGS) অংশগ্রহণ করে। 

এই বৈঠকে উপস্থিত ছিলেন বঙ্গীয় নব উন্মেষ প্রাথমিক শিক্ষক সঙ্ঘের রাজ্য সভাপতি অনিমেষ মন্ডল মহাশয়, বঙ্গীয় শিক্ষক ও শিক্ষাকর্মী সঙ্ঘের জেলা সভাপতি  ড: স্নেহাশীষ বর্মন মহাশয় এবং এই সংগঠনের জেলা কোষাধ্যক্ষ ড: শ্যামল কুমার বালা। এছাড়াও এই বৈঠকে উপস্থিত ছিলেন, বাগদা বিধানসভার সাবেক ভারতীয় জনতা পার্টির প্রার্থী ও শিক্ষিকা শ্রীমতী বিভা মজুমদার এবং বনঁগা উত্তরের বর্তমান বিধায়ক মাননীয় শ্রী বিশ্বজিত দাস, অধ্যাপক গবেষক সঙ্ঘের রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় ইউনিটের কনভেনর ড. রাজেশ কুমার সাহা মহাশয় এবং কো-কনভেনর ড. প্রদীপ দাস সহ প্রায় একশ শিক্ষক এবং রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘের বিভিন্ন কার্যকর্তা। 

আগামী ১০ ই ফেব্রুয়ারী সংগঠনটির “বিকাশ ভবন অভিযান” কে সাফল্যমণ্ডিত করার জন্য কর্মপরিকল্পনা এবং দাবীসমূহ নিয়ে এই সভায় বিস্তারিত আলোচনা ও আলোকপাত করা হয়। এছাড়াও রাজ্যের বিভিন্ন সমস্যার ওপরেও বিশদে আলোচনা করা হয় এবং রাজ্যের জনগণের স্বার্থে একজোট হয়ে মাঠে নামার সংকল্প নেওয়া হয়৷ আগামী দিনে শিক্ষক আন্দোলনে দিশা দেওয়ার জন্যে সংগঠনটির শিক্ষক শিক্ষিকারা বদ্ধপরিকর। সঙ্ঘের রীতি অনুযায়ী প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে অনুষ্ঠানটি শুরু করা হয় এবং শেষে শান্তি মন্ত্র বা কল্যাণ মন্ত্র পাঠ করার মাধ্যমে বৈঠকের সমাপ্তি ঘোষণা করা হয়। বঙ্গীয় শিক্ষক ও শিক্ষাকর্মী সঙ্ঘের বনঁগা মহাকুমার কনভেনর শ্রী অমিতোষ মন্ডল  আশাবাদ ব্যক্ত করে জানান, শিক্ষকদের অধিকার আদায়ের জন্য সংগঠনটি প্রতিশ্রুতিবদ্ধ এবং আগামী ১০-ই ফেব্রুয়ারী “বিকাশ ভবন অভিযান” সফল করার জন্য এই বৈঠকটি বেশ তাৎপর্যপূর্ণ বলেও জানান তিনি।