বিরাট কোহলিকে নিকৃষ্ট-অসভ্য বলল বাংলাপক্ষের গর্গ

0
2336

নিজস্ব প্রতিনিধি: ভারতের কোনও জিনিসই তার পছন্দ নয়৷ একটা সময় গ্রেটার বাংলাদেশের ছবি শোভা পেত তার ফেসবুক প্রোফাইলে। সেখানে থেকে আজ বাংলাপক্ষের ফ্রন্টম্যান গর্গ চট্টোপাধ্যায়। মাঝে মাঝে ভারতের বিভিন্ন ভাষাভাষী মানুষদের নোংরা, অশ্লীল ভাষায় আক্রমণ করে গর্গ৷ অসমের রাজা, মারাঠা রাজ শিবাজী, বাঙালি শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় থেকে ভারতীয় ক্রিকেট দলের অধিনায় বিরাট কোহলি৷ শেষ কয়েক বছর ধরে এক এক করে বিখ্যাত ভারতীয়দের কদর্য ভাষায় আক্রমণ করে আসছে গর্গ। ভারতের যা কিছু ভালো তাতেই আপত্তি গর্গের। ভারত নামটা শুনলেও যেন তেল বেগুনে জ্বলে ওঠে বাংলাপক্ষ নামক বিতর্কিত সাম্প্রদায়িক সংগঠনটির ‘ফ্রন্টম্যান’।

সম্প্রতি অসমের মানুষের শ্রদ্ধার ব্যক্তি অহম রাজা সুখপা-কে নিয়ে সোশ্যাল মিডিয়াতে নোংরা পোস্টের পর গা-ঢাকা দিয়েছে গর্গ। অসমের সরকার গর্গর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে। ফোন অফ করে লুকিয়ে বেড়ানোর কারণে গর্গর সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি। তবে তার ফেসবুক প্রোফাইলে এখনও একাধিক বিতর্কিত পোস্ট রয়েছে। সে রকমই একটি পোস্ট হল ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক বিরাট কোহলিকে নিয়ে।

১১ জুন ১২ টা ১ মিনিটে গর্গ নিজের ফেসবুক প্রোফাইল থেকে একটি ছবি পোস্ট করে। যেখানে পাকিস্তানের ক্রিকেটটার বাবর আজম ও বিরাট কোহলিকে পাশাপাশি দেখা যাচ্ছে। এই ছবি পোস্ট করে গর্গ লিখেছে, ‘দেখতে এক। দুজনের এলাকাতেই বাপের সামনে মেয়েকে নোংরা খিস্তি করে ছেলে।’ এরপর ওই পোস্টে গর্গ আরও লিখেছে, ‘এই হল এই নিকৃষ্টদের স্বাভাবিকত্ব। এলাকার নাম ভারত পাকিস্তান না, এলাকাটি হল সিন্ধু ও পাটনার মাঝে পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট এলাকা।’

পোস্টটি নিয়ে বিস্তারিত জানতে গর্গকে ফোন করা হলে ফোন সুইচট অফ বলে৷ এ বিষয়ে বাংলাপক্ষের আর এক নেতা কৌশিক মাইতিকে ফোন করা হলে সে বলে, ‘সংগঠনের অন্য কাজে ব্যস্ত আছি৷ এ বিষয়ে এখন কিছু বলব না।’