টিকটক ভিডিওতে ‘জাতীয় পতাকায় আগুন’, দায়ের করা হল রাষ্ট্রদ্রোহিতার মামলা

0
531

বংটামইমস ডেস্ক: ভারতবর্ষ সত্যিই অদ্ভুত এক দেশ। গতকালই ৭-১০ বছর বয়সী ১০ জন শিশু চীনের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য আলিগড়ের রাস্তায় দৌড়াচ্ছিল, ভারতের ২০ জন জওয়ানের মৃত্যুর প্রতিশোধ নিতে। এদিন লখনউর রাস্তাতে টিকটক ভিডিও বানানোর সময় চারজন নাবালক জাতীয় পতাকায় আগুন লাগিয়েছে!

টিকটকে ভিডিও বানানোর সময় জাতীয় পতাকা পোড়ানোর অভিযোগ উঠল লখনউয়ের বাজারখালায়। এই ঘটনায় চার নাবালকের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতার দায়ে মামলা দায়ের করা হয়েছে, একজনকে গ্রেফতারও করেছে পুলিশ।

পুলিশের বক্তব্য অনুযায়ী রবিবার রাত ন-টা নাগাদ ঘটনাটি ঘটে। এলাকার অ্যাসিস্ট্যান্ট পুলিশ কমিশনার অনিলকুমার যাদব জানান যে তিকাইত রাই তালাবের কাছে রবিকান্ত নামের একজন সাইকেল আরোহী দেখেন একদল ছেলে জাতীয় পতাকা পোড়াচ্ছে৷ লোক জড়ো করে তিনি ওদের বারণ করেন এবং পুলিশকে খবর দেন।

রবিকান্তের অভিযোগের ভিত্তিতে তাদের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতার ধারা সহ ভারতীয় দন্ডবিধির একাধিক ধারায় এফ.আই.আর দায়ের করা হয়। অ্যাসিস্ট্যান্ট পুলিশ কমিশনার জানান যে অভিযুক্তদের মধ্যে একজনকে গ্রেফতার করা হয়েছে, বাকী তিনজন পলাতক। তাদের তল্লাশি চলছে। সকলেই ওই এলাকার বাসিন্দা বলে অনুমান পুলিশের৷

এই ঘটনার পর স্বাভাবিকভাবেই প্রশ্ন ওঠে যে কারা কেন দেশের বিরুদ্ধে বিষিয়ে দিচ্ছে কিশোর মন? নাকী সোশ্যাল মিডিয়ায় আরো বেশী পরিমাণে দর্শককে আকৃষ্ট করতেই এইধরণের পদক্ষেপ নিচ্ছে তারা! এই প্রশ্নের উত্তর পেতে হলে তাকিয়ে থাকতে হবে পুলিশি জেরা, তদন্তের ফলাফলের ওপর।