সুপ্রিম নির্দেশে নির্ধারিত দিনেই হবে NEET ও JEE

0
343

বঙ্গদেশ ডেস্ক: NEET ও JEE নির্ধারিত সময়েই হবে৷ এই পরীক্ষা চলতি বছর সেপ্টেম্বরে হওয়ার কথা৷ সুপ্রিম কোর্ট সোমবার একটি মামলার শুনানিতে এমনই নির্দেশ দিয়েছে৷ এই দু’টি পরীক্ষা পিছিয়ে দেওয়ার আবেদন করে মামলাটি হয়েছিল৷

কিন্তু আদালতের কাছে ন্যাশনাল টেস্টিং এজেন্সির তরফে জানানো হয়েছে যে করোনা সংক্রান্ত সমস্ত বিধি মেনেই পরীক্ষা নেওয়া হবে৷ তার পরই পরীক্ষা পিছিয়ে দেওয়ার আবেদন খারিজ করে এই নির্দেশ দিয়েছে শীর্ষ আদালতের বিচারপতি অরুণ মিশ্রর নেতৃত্বাধীন বেঞ্চ৷

আদালত এই রায় দিতে গিয়ে জানিয়েছে যে পড়ুয়াদের ভবিষ্যৎকে অন্ধকারে রাখা উচিত হবে না৷ চলতি বছর জুলাই মাসের তিন তারিখ ন্যাশনাল টেস্টিং এজেন্সির তরফে পরীক্ষার বিজ্ঞপ্তি জারি করা হয়৷ ওই বিজ্ঞপ্তিতে জানানো হয় যে NEET UG পরীক্ষা হবে সেপ্টেম্বরের ১৩ তারিখ৷

আর পয়লা সেপ্টেম্বর শুরু হবে JEE মেনের পরীক্ষা৷ তা শেষ হবে ওই মাসের ৬ তারিখ৷ এর পরই এই মামলা সুপ্রিম কোর্টে দায়ের করা হয় চলতি মাসের ৬ তারিখ৷ মামলা দায়ের করেন আলখ অলোক শ্রীবাস্তব৷ ১১টি রাজ্যের ১১ জন ছাত্রের হয়ে তিনি মামলা দায়ের করেন৷

আবেদনে বলা হয় যে আদালত কেন্দ্রকে নির্দেশ দিক, যাতে JEE ও NEET-এর পরীক্ষা দেশের পরিস্থিতি স্বাভাবিক হওয়ার আয়োজন করার জন্য৷ কিন্তু সরকারি তরফে করোনা বিধি মেনে চলার বিষয়টি নিয়ে আশ্বাস দেওয়ায় এদিন ওই আবেদন খারিজ করে দিল সুপ্রিম কোর্ট৷