চীনা কোম্পানিগুলির উপর কড়া নজরদারি ভারতের, কোটি কোটি টাকার ক্ষতি বেজিংয়ের

0
469

বঙ্গদেশ ডেস্ক: বর্তমানে ভারত আক্রমণাত্মক মুডে রয়েছে। ভারত এমন কিছু পদক্ষেপ নিয়েছে যার ফলে বিশ্বের আলোচনার বিষয়বস্তু হয়ে দাঁড়িয়েছে। কিন্তু তার পরেও কেন্দ্র তাঁদের ভাবনা চিন্তায় স্থির। ভারত সম্প্রতি চীনা কোম্পানিগুলোর ওপর বড় ধরনের অ্যাকশনের নিয়েছে, যার জন্য ভারতকে নিয়ে রীতিমতো চর্চা শুরু হয়েছে।

কিছুদিন আগে, কেন্দ্রের আয়কর এবং জিএসটি বিভাগ বেশ কিছু তদন্ত করেছে। সেই তদন্তে এমন কিছু তথ্য উঠে এসেছে যা দেখে অনেকেই অবাক। সেখানে দেখা গিয়েছে যে, ভারতে নিজেদের প্রোডাক্ট বিক্রি বাড়ানোর জন্য বড়বড় চীনা ফোন সংস্থাগুলি কারচুপি করছে। দেখা গিয়েছে, ট্যাক্সের টাকা বাঁচিয়ে সেগুলো বিদেশে পাঠানো হচ্ছে, যাতে করে তারা বেশি লাভবান হয় বা সেই টাকা অন্য জায়গায় বিনিয়োগ করে আরও ব্যবসা বাড়ানো যায়।

কেন্দ্র এই কর্মকাণ্ডের পর্দাফাঁস করার পাশাপাশি এই কোম্পানিগুলোর উপর এক হাজার কোটি টাকার জরিমানা আরোপ করেছে। এই বিশাল অঙ্কের টাকা দিতে কোম্পানির কালঘাম ছুটছে। এরজন্য গোয়েন্দাদের প্রশংসা করা হচ্ছে, কারণ তাদের জন্য‌ই এমন জালিয়াতি ধরা গিয়েছে ।

অন্যদিকে, চীনের আইটি থেকে শুরু করে বিভিন্ন কোম্পানির বিরুদ্ধে ভারতের কড়া পদক্ষেপের কারণে চরম ক্ষোভ প্রকাশ করেছে চীন। আর বেজিংয়ের ক্ষোভ উগড়ে গ্লোবাল টাইমসে এক প্রতিবেদন প্রকাশ করা হয়েছে।আপাতত কেন্দ্র চীনের ওপর নরম হবে না, যার ফলে চীনের আরও কয়েক বিলিয়ন ডলার ক্ষতিও হতে পারে।