হায়দ্রাবাদে বিজেপির বিপুল উত্থানের পিছনে যোগী ও শাহের প্রচার, আতঙ্কিত ওয়াইসী

0
552

বঙ্গদেশ ডেস্ক: উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ যেখানেই প্রচার করবেন সেখানেই বিজেপির মুখ পুড়বে‌। গত শুক্রবার গ্রেটার হায়দ্রাবাদ পুরসভা নির্বাচনের ফলাফল প্রকাশ হওয়ার পর আত্মসম্মানে আঘাত করে এমন‌ই কটাক্ষ করেছেন এআইএমআইএম প্রধান আসাদউদ্দিন ওয়াইসী।

নির্বাচন প্রসঙ্গে মন্তব্য করতে গিয়ে হায়দ্রাবাদের সাংসদ বলেছেন, ‘আমি এবং আমার দল বিজেপির বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে গণতান্ত্রিক পথেই লড়াই করব। তেলেঙ্গানার সাধারণ জণগণ বিজেপির প্রভাব-প্রতিপত্তি বৃদ্ধিতে বাধা দেবে বলে আমি মনেপ্রাণে বিশ্বাস করি। আমার রাজনৈতিক দুরদর্শিতা বলছে, যেখানেই অমিত শাহ ও যোগী আদিত্যনাথ প্রচারে যাবে সেখানেই বিজেপির মুখ পুড়বে‌।’

গ্রেটার হায়দরাবাদ পুরসভা নির্বাচনের ফলাফলে দেখা গিয়েছে, ১৪৯টি আসনে প্রার্থী দিয়ে ৪৮টি আসনে জয়ী হয়েছে বিজেপি। বিজেপির আগে একমাত্র তেলেঙ্গানা রাষ্ট্র সমিতি (৫৫) রয়েছে। দ্বিতীয় বৃহত্তম একক দল হিসেবে রয়েছে বিজেপি। এর জেরে হায়দ্রাবাদে গেরুয়া ঝড়ের দাপট রয়েছে বলে দাবি করেছে রাজনৈতিক বিশেষজ্ঞদের একাংশ। যদিও সে কথা মানতে নারাজ অল ইন্ডিয়া মজলিশ-ই-ইত্তেহাদুল মুসলিমিন (AIMIM) প্রধান ওয়াইসী। উল্টে সুর চড়িয়ে তিনি বলেছেন, ‘কোথায় গেরুয়া ঝড় ? যদি সত্যিই গেরুয়া ঝড়ের দাপট বইত তা হলে বিজেপি মহারাষ্ট্রের এমএলসি নির্বাচনে এভাবে জঘন্যভাবে হারত না। বিজেপি নির্বাচনের আগে বলেছিল ওল্ড হায়দ্রাবাদে সার্জিক্যাল স্ট্রাইক চালানো হবে। কিন্তু, আমার এলাকায় বিজেপি কিছুই কেরামতি দেখাতে পারেনি। উল্টে আমরাই গণতান্ত্রিক স্টাইক করেছি। এর আগে আমরা ৬০টি আসনে হাড্ডাহাড্ডি লড়াই করে ৪৪ জন কাউন্সিলার নির্বাচিত করেছিলাম। এবার ৫১টি আসনে লড়াই করেও সেই ধারাবাহিকতা বজায় রাখতে পেরেছি।’

তবে বিজেপি যে মীম প্রধানের মাথাব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে তা ওয়াইসীর বক্তব্য থেকে স্পষ্ট। বিজেপির শক্তিবৃদ্ধি ওয়াইসীর রাতের ঘুম কেড়ে নিয়েছে এদিনের মন্তব্য থেকে সে ইঙ্গিত‌ই পাওয়া গিয়েছে। বিজেপি প্রসঙ্গে তিনি জানিয়েছেন, ‘তেলেঙ্গানার জণগণ সম্পর্কে ওয়াকিবহাল মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাওয়ের। আশাকরি নিজের দলের ফলাফল নিয়ে পর্যালোচনা করবেন তিনি।’