মঙ্গলবার মাংসের দোকান বন্ধ থাকার সিদ্ধান্তে বিস্ফোরক টুইট আসাদ‌উদ্দিন ওয়াইসীর

0
745

বঙ্গদেশ ডেস্ক:- হরিয়ানার গুরুগ্রামে (গুরগাঁও) প্রতি মঙ্গলবার মাংসের দোকান বন্ধ রাখার সিদ্ধান্তে মীম প্রধান আসাদউদ্দিন ওয়াইসী বেজায় চটেছেন। তিনি এই সিদ্ধান্তের কড়া সমালোচনা করেছেন। তিনি মদের সঙ্গে এর তুলনা করে টুইটারে একটি বিস্ফোরক পোস্ট‌ও করেন।

ওয়াইসি টুইট করে লিখেছেন, ‘নিজের ব্যক্তিগত জীবনে কে কি করছে, সেটার সঙ্গে ধার্মিক ভাবাবেগ কীভাবে আহত হতে পারে? মানুষ মাংস কিনছে, বিক্রি করছে অথবা খাচ্ছে, অন্যকে খাবারের জন্য তো কারোর উপর তো আর চাপ সৃষ্টি করা হচ্ছে না। সেই ভিত্তিতে তাহলে শুক্রবারও মদের দোকান বন্ধ রাখা উচিত? মাংস লক্ষ লক্ষ ভারতীয়র প্রিয় খাদ্য। এটিকে অন্যদিক থেকে ঘুরিয়ে দেখলে হবে না।”


উল্লেখ্য, বৃহস্পতিবার গুরগাঁও পুরসভা একটি নির্দেশিকা জারি করে সমস্ত মাংসের দোকান মঙ্গলবার বন্ধ রাখার পরামর্শ দিয়েছে। এর পাশাপাশি মাংসের দোকানের লাইসেন্সের ফিস ৫ হাজার টাকা থেকে বাড়িয়ে ১০ হাজার টাকা করা হয়েছে। আর নির্দেশ অমান্য হলে ৫০০ টাকা থেকে বাড়িয়ে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।