অশোকনগরে পাওয়া গেলো খনিজ তেলের সন্ধান, প্রভূত সম্ভাবনা দেখছেন বিশেষজ্ঞরা

0
1574

বঙ্গদেশ ডেস্ক: সম্প্রতি উত্তর ২৪ পরগণার অশোকনগরে তেলের সন্ধান পাওয়া গিয়েছে। কেন্দ্রীয় পেট্রোলিয়াম মন্ত্রী স্বয়ং এই খবর জানিয়েছেন। পরিস্থিতি দেখার জন্য খুব শীঘ্রই পশ্চিমবঙ্গে আসতে চলেছেন কেন্দ্রীয় পেট্রোলিয়াম মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। ওএনজিসি জানিয়েছে যে পরীক্ষাগারে তেলের স্যাম্পল পাঠানো হয়েছে, গুণগত মান সঠিক থাকলে তেল উত্তোলন প্রক্রিয়ার জন্য কাজ শুরু করা হবে। এর জন্য মোট কুড়ি একর জমির প্রয়োজন। তেল পাওয়ার পর উক্ত স্থানে যোগাযোগ ব্যবস্থা উন্নত করার জন্য জোরদার কাজ চলছে৷

তবে অশোকনগর বিধানসভা কেন্দ্রের বিধায়ক ধীমান রায় অভিযোগ করেছেন যে জমি অধিগ্রহণ নিয়ে সমস্যার সময়ে ওএনজিসি বারবার যোগাযোগ করলেও তেল উত্তোলন প্রক্রিয়ার প্রস্তুতির সময়ে কোনরূপ যোগাযোগ করা হয়নি। এছাড়াও তিনি জানান যে তেল উত্তোলন কেন্দ্রের মাধ্যমে যাতে স্থানীয় বেকার জনগোষ্ঠীর যাতে কর্মসংস্থান ঘটে তার জন্য আবেদন করবেন তিনি।

তৈল ক্ষেত্রের সাথে উন্নত যোগাযোগের জন্য ব্যবস্থা করা হচ্ছে। অশোকনগর – নৈহাটি সড়ক থেকে তেল উত্তোলন ক্ষেত্র পর্যন্ত প্রায় এক কিলোমিটার সড়কের কাজ দ্রুত এগিয়ে চলেছে। এই তৈল রিজার্ভটি প্রথম ২০১৮ সালে আবিষ্কার করে ওএনজিসি। গত দুই বছর ধরে অনেক পরীক্ষা নীরিক্ষা ও সমীক্ষার পর সম্প্রতি হলদিয়ার অয়েল রিফাইনারীতে তেলের স্যাম্পল পাঠানো হয়েছে। সব ঠিক থাকলে খুব শীঘ্রই তেল উত্তোলন কেন্দ্রের খাতায় পশ্চিমবঙ্গের নাম অফিশিয়ালি যুক্ত হবে। আগামী সপ্তাহে রাজ্যে আসছেন কেন্দ্রীয় পেট্রোলিয়াম মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। সূত্র অনুযায়ী, অশোকনগরের ক্ষেত্রটি থেকে দৈনিক এক লাখ কিউবিক মিটার তেল পাওয়া যেতে পারে। ইতিমধ্যেই দুটি পরীক্ষামূলক কূপ খনন করা হয়েছে।