মহারাষ্ট্রে ভুয়ো কাগজপত্র দিয়ে অবৈধ পাসপোর্ট বানানোর চক্রের সন্ধান, ধৃত আট বাংলাদেশী

0
545

বঙ্গদেশ ডেস্ক:ভারতীয় পাসপোর্ট তৈরীর জন্য ভুয়া কাগজপত্র বানানো চক্রের সর্বমোট আট জনকে আটক করেছে মহারাষ্ট্র ATS। কিন্তু গ্রেফতারের পরেই কেঁচো খুঁড়তে সাপ বেরিয়ে এলো! এই আট জনের মধ্যে সাত জনই বাংলাদেশী এবং অবৈধ অনুপ্রবেশকারী। দীর্ঘদিন ধরে তারা অন্যান্য অবৈধ বাংলাদেশীদের ভারতীয় পাসপোর্ট বানিয়ে দেওয়ার কাজ করে আসছে। ফলে বর্তমানে ভারতের নিরাপত্তা ঝুঁকির মুখে।

এই চক্রের হোতা ধৃত আক্রম নূর আলাউদ্দীন নবী শেখ বাংলাদেশের নোয়াখালীর বাসিন্দা। সে নিজেও মুম্বাইতে অবৈধভাবে বাস করছে। মূলত বাংলাদেশ থেকে অনুপ্রবেশকারী মুসলিমদেরকে ভুয়ো কাগজপত্রের মাধ্যমে পাসপোর্ট বানিয়ে দেওয়ার কাজ করতো সে। ATS এর তদন্তে উঠে এসেছে যে ২০০৩ সাল থেকে এই কাজ সে করে আসছে। এখনও পর্যন্ত অন্তত ৮৫ জনকে আক্রম অবৈধভাবে ভারতীয় পাসপোর্ট বানিয়ে দিয়েছে।

সম্প্রতি বাংলাদেশের বিভিন্ন জঙ্গী ও অনুপ্রবেশকারী আটকের ঘটনায় বিস্তারিত তদন্তে নামে ATS। তদন্তের সূত্রেই তারা খোঁজ পায় আক্রম ও তার চক্রের। আক্রমের সাথে গ্রেফতার হওয়া আবিন কাদির ভুয়ো স্ট্যাম্প সাপ্লাই করার দায়িত্বে ছিল। আরেক ধৃত নিতিন ভুয়ো ব্যাংক পাসবুক তৈরীর কাজ করতো। অন্যান্য গ্রেফতারকৃত বাংলাদেশী আবদুল কাশেম শেখ, আবদুল সোবহান শেখ ও আবদুল শেখ শামসুলকে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশ ও ভুয়ো পাসপোর্ট বানানোর অভিযোগে গ্রেফতার করা হয়েছে৷ বাংলাদেশ থেকে অসংখ্য মুসলিম অবৈধভাবে অনুপ্রবেশ করে এভাবে ভুয়ো কাগজপত্র বানিয়ে বাস করার ফলে ভারতের আইনশৃঙ্খলা পরিস্থিতি ও নিরাপত্তা উভয়ই হুমকির সম্মুখীন। এমনকি বাংলাদেশ থেকে অনুপ্রবেশ করে ভারতে এসে ভোট দিয়ে নির্বাচনকে প্রভাবিত করারও অভিযোগ রয়েছে পশ্চিমবঙ্গই যার জ্বলন্ত উদাহরণ।