বাবর ভারতীয় নয়, ভারতীয় ঐতিহ্যের সামঞ্জস্যপূর্ণ মসজিদ চাই- ইকবাল আনসারি

0
623

বঙ্গদেশ ডেস্ক: রাম জন্মভূমি মামলায় পিটিশন দায়েরকারীদের মধ্যে অন্যতম ইকবাল আনসারি। বাবরি মসজিদ তৈরির জন্য রাজ্য সরকার জমি প্রদান করেছে। ইকবাল আনসারি বিষয়টি সম্পর্কে প্রতিক্রিয়া জানাতে গিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন।

বাবরকে ভারতীয় মুসলমানদের প্রতিনিধি নয় দাবী করে ইকবাল আনসারি বলেন যে বাবরের নামে মসজিদ তৈরি হওয়া অযৌক্তিক। মসজিদ তৈরির উদ্দেশ্যই হলো নামাজ পড়া, লোক দেখানো নয়। বাবর ভারতীয় মুসলমানদের কোন‌ও প্রতিনিধি নয়। তাই বাবরের নামেই যে মসজিদ তৈরি করতে হবে এমন কোন বাধ্যবাধকতা নেই।

ইকবাল আনসারি এছাড়াও মসজিদ ট্রাস্টের ওপর ব্যপক ক্ষোভ উগড়ে বলেছেন যে মসজিদ ট্রাস্ট তাদের মসজিদ নির্মাণের যে মূল উদ্দেশ্য, তার দায়িত্বে অবহেলা করছে। আমরা ভারতীয় আদলে মসজিদ চাই, অন্যান্য সংস্কৃতি বিশেষত আরবীয় অনুকরণ করে তৈরি মসজিদ নয়। এছাড়াও মসজিদ নির্মাণ প্রসঙ্গে মসজিদ কমিটি কারও মতামত নিচ্ছে না, এমন অভিযোগও করেছেন ইকবাল আনসারি।