রাজধানীতে রেস্তোরাঁর বাইরে বাধ্যতামূলকভাবে হালাল না ঝটকার মাংস উল্লেখ করতে হবে

0
639

বঙ্গদেশ ডেস্ক:- দিল্লীর রেস্তোরাঁ গুলোর জন্য নতুন নিয়ম চালু করা হয়েছে। এবং বলা হয়েছে এবার থেকে এই আবশ্যক হতে চলেছে। নিয়ম চালু করা হয়েছে এবার থেকে গ্রাহকদের জানানোর জন্য রেস্তোরাঁর বাইরে বাধ্যতামূলকভাবে মাংস হালাল না ঝটকা সেটা লিখে দিতে হবে।

অপ‌ইন্ডিয়ার রিপোর্টে উল্লেখ করা হয়েছে, এই বিষয়ে দক্ষিণ দিল্লী নগর নিগমের (MCD) স্ট্যান্ডিং কমিটি একটি প্রস্তাব‌ও ইতিমধ্যে পাশ করেছে। অতি সত্বর এই প্রস্তাবটিকে সদনে পাঠানো হবে। সদনে পাশ হওয়ার পর এই বিষয়ে পূর্ণাঙ্গ নোটিফিকেশন‌ও জারি করা হবে। যদিও এই কাজ চালু হতে এখনও এক থেকে দুই মাস সময় লাগবে।

দক্ষিণ MCD এর নেতা নরেন্দ্র চাওলা বলছেন, অনেক ব্যক্তিই হালাল আর ঝটকা নিয়ে আপত্তি তোলে। কেউ ঝটকা পছন্দ করেন তো কেউ হালাল। আর এদের জানার অধিকার‌ও আছে যে, ওঁরা যে মাংসটা খাচ্ছেন সেটা হালাল না ঝটকা?

শিখ সম্প্রদায়ের বহু মানুষ দীর্ঘদিন ধরেই এই দাবি করে আসছেন। শিখদের মধ্যে নিয়ম চালু আছে যে, হালাল মাংস কোনোমতেই খাওয়া যাবে না। আর এরমধ্যে বিতর্কের কিছুই নেই। এটা প্রত্যেক মানুষের মৌলিক অধিকার যে তারা কি খাচ্ছে সেটার বিষয়ে আগে থেকে জানা। আপাতত এই নিয়ম স্ট্যান্ডিং কমিটিতে পাশ হয়েছে। আশা করা হচ্ছে, সদন থেকে পাশ হওয়ার পর এই বিষয়ক বিবৃতি জারি করা হবে।