সুরাপ্রেমীদের জন্য সুখবর, পরের মাসেই রেস্তারায় মদ বিক্রির অনুমতি দিতে পারে নবান্ন

0
419

বঙ্গদেশ ডেস্ক: গত ৪ঠা মে সমস্ত মদের দোকান ফের খুললেও রেস্তারা কিংবা বার গুলিকে মদ বিক্রির অনুমতি দেয়নি রাজ্য সরকার। অবশেষে এই অচলাবস্থা কাটতে চলেছে বলে সূত্রের খবর। পশ্চিমবঙ্গের রেস্তারা ও বার গুলিতে মদ বিক্রির অনুমতি দিতে চলেছে রাজ্য সরকার।

বার-মালিকদের সংগঠন সূত্রে জানা গেছে যে পয়লা সেপ্টেম্বর থেকে রেস্তারায় মদ বিক্রির অনুমতি দিতে চলেছে আবগারি দপ্তর। লকডাউনের জেরে মার্চ মাস থেকেই বন্ধ হয়ে গেছিল মদের দোকান,রেস্তারা,বারগুলি। ৪ঠা মে তারিখে মদের দোকান খুললেও রেস্তারায় যেহেতু মদ পরিবেশনের অনুমতি দেওয়া হয়নি, তাই বিপুল ক্ষতির সম্মুখীন হিয়েছে রেস্তারা মালিকরা। ক্ষতি হয়েছে সরকারেরও। আবগারি দপ্তরের হিসেব অনুযায়ী, মদের দোকান খোলার পরেও প্রায় অর্ধেক হয়ে গেছে রাজস্ব বাবদ আয়। তাই কার্যত চাপে পড়েই ফের রেস্তারায় মদ বিক্রির অনুমতি দিতে চলেছে নবান্ন।

রেস্তারা মালিকদের সংগঠনের তরফে জানানো হয়েছে যে, লকডাউনে রেস্তারাগুলির অবস্থা খুবই শোচনীয়। কাজ হারিয়েছেন কয়েক হাজার মানুষ। রাজ্য সরকার ফের যদি মদ পরিবেশনের অনুমতি দেয়, তবে পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হতে পারে৷