উন্নয়নমূলক কাজে যোগ দেওয়ায় গ্রামবাসীদের ওপর অকথ্য অত্যাচার করল মাওবাদীরা

0
543

বঙ্গদেশ ডেস্ক: গ্রামের উন্নয়নমূলক কাজগুলিকে সমর্থন করেছিলেন গ্রামবাসীরা। তাদের দোষ বলতে স্রেফ এটুকুই। আর এই কারণেই তাদের বেধড়ক মারল মাওবাদীরা। ঘটনাটি ঘটেছে ছত্তিশগড়ের দান্তেওয়াড়ায়। মহিলাদেরকেও ছাড় দেওয়া হয়নি। তাদের ওপরেও লাঠি, বন্দুকের বাঁট দিয়ে চড়াও হয় মাওবাদীরা।

বুধবার রাতে ছত্তিশগড়ের দান্তেওয়াড়ার কাটেকল্যান পুলিশ থানার অন্তর্গত ছিপকলে ২৫-৩০ জন মাওবাদী এসে জড়ো হয়৷ তারপর ২০ জন গ্রামবাসীকে বেদম প্রহার করতে শুরু করে তারা। মাওবাদীদের অত্যাচারে জখম হন ৫ মহিলা।

মাওবাদীরা হুমকি দিয়ে বলে যে, প্রশাসনের কোনো উন্নয়নমুলক কাজে অংশ নিতে পারবেন না গ্রামবাসীরা। এরপরে ১০ জন গ্রামবাসীকে স্থানীয় চিকিৎসাকেন্দ্রে নিয়ে যাওয়া হয়। সেখান থেকেই স্থানীয় পুলিশ প্রশাসন জানতে পারে মাওবাদীদের এই হুমকির ঘটনা৷ তদন্ত প্রক্রিয়া শুরু হয়।

দান্তেওয়াড়ার পুলিশ সুপার অভিষেক পল্লভা জানিয়েছেন, গতমাসেই জেলাশাসক এসে উন্নয়নমূলক কাজের প্রতিশ্রুতি দিয়েছিলেন। তিনি গ্রামের মহিলাদের একটি দল তৈরি করতে বলেন৷ মহিলাদের দলকে কিছু পরিমান টাকাও দেওয়া হয়। সেই টাকা দিয়ে তারা স্থানীয় অঙ্গনওয়াড়িতে শিশুদের খাবারের বন্দোবস্ত করে।

তাছাড়াও ১৫ আগস্ট প্রায় ৩০ বছর বাদে মাওবাদীদের ঘাঁটি বলে পরিচিত মরজুম গ্রামে জেলাশাসক যান এবং জাতীয় পতাকা উত্তোলন করেন। এই কাজ পছন্দ হয়নি মাওবাদীদের। তাই তারা এসে অত্যাচার শুরু করেন গ্রামবাসীদের ওপর।