আসামে বাঙ্গালীর সম্মিলিত প্রতিবাদে গ্রেপ্তার বাঙ্গালী ছাত্র অপমানকারী উগ্রবাদী বীর লাচিত সেনা

0
672

বঙ্গদেশ ডেস্ক: গত ২৮ জানুয়ারী আসামের মরিগাওঁ জেলার মায়ং আঞ্চলিক মহাবিদ্যালয়ের ছাত্র সংগঠনের সাধারণ সম্পাদক রাজীব সরকার ওরফে গোবিন্দ সরকারকে বাংলা ভাষা ব্যবহার করার জন্য চরম অপমান করে বীর লাচিত সেনার কিছু সদস্য। তার বিরুদ্ধে বীর লাচিত সেনার অভিযোগ তিনি শিক্ষা পতিষ্ঠানের একটি বিজ্ঞপ্তি বাংলা ভাষায় দিয়েছেন। বীর লাচিত সেনার সদস্যরা কলেজের ক্যাম্পাসে মধ্যে ঢুকে কলেজের ইউনিফর্ম পড়া অবস্থায় রাজীব সরকারকে কান ধরে নিল ডাউন করিয়ে ক্ষমা চাইতে বাধ্য করে। 

এই ঘটনার প্রতিবাদে কলেজের ছাত্ররা মায়ং থানার সামনে বিক্ষোভ প্রদর্শন করেন। রাজ্য জুড়ে প্রতিবাদ করেন একাধিক বাঙ্গালী সংগঠনের নেতৃবৃন্দ। তারা রাজ্য জুড়ে গণ আন্দোলন করার আহ্বান জানান। ঘটনার তিন দিন পর পুলিশ দ্বীপজ্যোতি হীরা, স্বপন দাস, হেমন্ত দাস ও মনিরত্ন ডেকা নামের চারজনকে গ্রেফতার করে। পরে মরিগাঁও থেকে আরও আটজনকে গ্রেফতার করা হয়েছে।

সূত্রের খবর, মায়ং কলেজে ৮০% ছাত্রছাত্রী বাঙ্গালী। কলেজে বাংলা বিভাগও রয়েছে। সেই কারণেই রাজীব সরকার কলেজের একটি বিজ্ঞপ্তি বাংলা ভাষাতে দেন। বিজ্ঞপ্তিতে গেম-ইন-চার্জ কবিতা মেধির স্বাক্ষর রয়েছে। তিনি অসমীয়া হলেও কলেজের সংখ্যাগুরু বাঙ্গালী ছাত্রছাত্রীদের জন্য বাংলায় বিজ্ঞপ্তিতে তিনি কোনো আপত্তি করেননি। 

এই ঘৃণ্য অপরাধের জন্য প্রতিবাদে মুখর হয়েছে ব্রহ্মপুত্র ও বরাক উপত্যকার বিভিন্ন বাঙ্গালী সংগঠন। তাদের বক্তব্য, আসামের বীর লাচিত বরফুকনের নাম ভাঙিয়ে বীর লাচিত সেনারা যে জাতিবিদ্বেষী কার্যকলাপ  করছে তাতে লাচিত বরফুকনকে অপমান করা হচ্ছে। কিছু দিন আগেই সংগঠনের নেতা শৃংখল চালিহা বাঙ্গালী অধ্য়ুষিত মায়ং থেকে ‘বহিরাগত’-দের বিতাড়নের দাবী জানান। গত নভেম্বরে বীর লাচিত সেনা গৌহাটিতে ভারত সেবাশ্রম সংঘের কর্তৃপক্ষকে হেনস্থা করে। 

সমগ্র আসাম জুড়ে বাঙালি সুরক্ষা মঞ্চ, সারা আসাম বাঙালি পরিষদের মতো বাঙ্গালী সংগঠনগুলি গর্জে ওঠে। বিজনিতে সারা আসাম বাঙালি সুরক্ষা মঞ্চ জয় আই অহম ধ্বনি দিয়ে বীর লাচিত সেনার সদস্যের কুশপুত্তলিকা দাহ করে। এই নিন্দনীয় ঘটনার প্রতিবাদ করে সোমবার জাগী রোডে রাস্তা অবরোধ করে কলেজ পড়ুয়ারা।‌ প্রতিবাদের আঁচ রাজ্যজুড়ে ছড়িয়ে পড়তেই নড়েচড়ে বসে পুলিশ। গ্রেফতারির ঘটনার পরেও মরিগাঁও জেলা সভাপতিকে সতর্কবার্তা পাঠিয়েছে বীর লাচিত সেনার প্রধান সম্পাদক রন্টু পানিফুকন।