গুজরাটে ‘বাংলাদেশ মডেল’-এর ছায়া, ফেসবুক পোস্টের জেরে মৌলবাদীদের হাতে খুন যুবক

0
557

বঙ্গদেশ ডেস্ক:ভুয়ো ফেসবুক পোস্টে থেকে ধর্ম অবমাননার অভিযোগ তুলে হিন্দুদের আক্রমণ, এই ট্রাডিশনটার সূত্রপাত ঘটেছিল বাংলাদেশে ২০১২ সালে। সেবছর ২৯ শে সেপ্টেম্বর মধ্যরাতে কক্সবাজারের রামুর হিন্দু বৌদ্ধপল্লিতে ও অগ্নিসংযোগের ঘটনা ঘটায় ইসলামপন্থীরা। নির্বিচারে ধ্বংস করা হয় বৌদ্ধবিহার ও হিন্দু মন্দিরগুলি। সেই ধারাবাহিকতার রেশ বাংলাদেশ ছাড়িয়ে ভারতে এসেও পড়েছে।

গত ২৫ শে জানুয়ারী ২৭ বছর-বয়সী কিশান ভরওয়ারকে হত্যা করেছে উগ্রপন্থীরা। এখনও পর্যন্ত এই মামলায় পুলিশ দুজন মৌলভীর যোগসূত্র খুঁজে পেয়েছে। কিশানকে ধুন্ধুকায় গুলি করে হত্যা করা হয়েছিল যখন সে তার নিজের গাড়িতে কাকাতো ভাইয়ের সঙ্গে মোধওয়াদা এলাকা দিয়ে যাচ্ছিল। ফেসবুক পোস্টে ইসলামিক পয়গম্বর নবী মুহাম্মদের অবমাননার অভিযোগ তুলে জন্য হামলাকারীরা বাইকে করে এসে নৃশংসভাবে গুলি করে হত্যা করে কিশানক।শাব্বির চোপড়ার গুলিতে ভরওয়ারের মৃত্যু হয়েছে বলে অভিযোগ করা হয়েছে।

গুজরাট ATS সন্ত্রাসবাদী কার্যকলাপের সন্দেহে মৌলানা আইয়ুব এবং মৌলানা কমর গনি উসমানিকে গ্রেফতার করেছে৷ ATS অভিযুক্তদের বিরুদ্ধে গুজরাট কন্ট্রোল অফ টেররিজম অ্যান্ড অর্গানাইজড ক্রাইম অ্যাক্ট ৩(১)(১) এবং ৩(২) বেআইনি কার্যকলাপ প্রতিরোধ আইনের একটি ধারায় মামলা দায়ের করেছে৷

রাজকোট স্পেশাল অপারেশন গ্রুপ (এসওজি) উসমানিকে পিস্তল এবং কার্তুজ সরবরাহ করার অভিযোগে গ্রেফতার করেছে। ATS উভয় অভিযুক্তের ১৪ দিনের রিমান্ড নিয়েছে।পুলিশ ইতিমধ্যে বিষয়টির তদন্তের জন্য ৭ টি ভিন্ন দল গঠন করেছে। স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী হর্ষ সাঙ্ঘভি পুলিশের তদন্ত প্রক্রিয়া পর্যালোচনা করেছেন এবং মামলার সমস্ত বিবরণ সংগ্রহ করেছেন।

বিষয়টি প্রকাশ্যে আসে যখন নির্যাতিতার কাকাতো ভাই, ভৌমিক পুলিশে অভিযোগ দায়ের করেন এবং বলেন যে তার ভাইয়ের হত্যার পিছনে প্রায় ১৫ দিন আগে ভরওয়ারের সোশ্যাল মিডিয়া পোস্টের সম্পর্ক রয়েছে। অভিযোগ করা হয়েছে, কিশান সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে একটি পোস্ট শেয়ার করেছিল যা ইসলামপন্থীরা আপত্তিকর বলে মনে করে। কিছু উগ্রপন্থী ক্ষোভ প্রকাশ করায় পুলিশ কিশানের পোস্টটির বিষয়ে অনুসন্ধান করতে শুরু করেছে।

প্রসঙ্গত উল্লেখ্য, মাওলানা কামার গণি উসমানি ইসলামের অবমাননাকারীদের লক্ষ্য করে মুসলিম সম্প্রদায়ের যুবকদের উদ্বুদ্ধ করতে বক্তৃতার ভিডিও প্রচার করতেন বলে অভিযোগ রয়েছে। তার সংগঠন তাহরেক-ই-ফারোগের সঙ্গে সন্ত্রাসবাদীদের যোগসূত্র আছে কি না তা খতিয়ে দেখতে ATS উসমানির রিমান্ড দাবি করেছে।কিশান ভারওয়ারের হত্যার আগে, গনি উসমানি একটি উস্কানিমূলক বক্তৃতা দিয়েছিল যার পরে পরেই প্রধান অভিযুক্ত শাব্বির তাকে গুলি করে হত্যা করেছে বলে অভিযোগ।