ইসলামিক বাংলাদেশে হিন্দুদের ওপর আওয়ামিলীগের হামলা, হিন্দু নারীদের শ্লীলতাহানি, আহত ৩০ 

0
1071

বঙ্গদেশ ডেস্ক: বিশ্বজুড়ে চলছে কোভিড মহামারী। ইসলামিক বাংলাদেশও এর বাইরে নেই৷ দেশটিতে এই মহামারীর মাঝেও নির্যাতন থেকে রেহাই পাচ্ছে না দেশটির সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়। প্রতিদিনই দেশটির কোন না কোন প্রান্তে ঘটে চলেছে হিন্দু সম্প্রদায়ের ওপর নির্যাতনের ঘটনা। এবার কক্সবাজারের ঈদগাহ ৩ নম্বর ইসলামাবাদ হিন্দু পাড়ায় স্থানীয় আওয়ামিলীগ নেতা ও তার অনুসারী আওয়ামিলীগ সমর্থকদের দ্বারা স্থানীয় হিন্দু সম্প্রদায় নির্যাতন ও শ্লীলতাহানির শিকার হয়েছে। 

জানা যায়, ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে স্থানীয় এলাকায় নির্বাচনের প্রচার চালাচ্ছেন আওয়ামিলীগ নেতা ও প্রার্থী সাইফুল ইসলাম। তারই অংশ হিসেবে প্রচার চালাতে ইসলামাবাদ হিন্দু পাড়ায় আসে সাইফুল ইসলাম। সেখানে সাইফুল হিন্দু ভোটারদেরকে মাথাপিছু ১০০০ টাকা করে দিতে চায় এবং বিনিময়ে তারা যেন সাইফুল ইসলামকে ভোট দেয়। স্থানীয় হিন্দুরা তাদের ভোট বিক্রি করতে রাজি হয়নি। তারপরই স্থানীয় হিন্দুদের ওপর শুরু হয় আওয়ামিলীগ নেতাকর্মীদের তান্ডব। 


এসময় আওয়ামিলীগের নেতাকর্মীরা স্থানীয় হিন্দুদের বাড়ি ব্যাপক ভাঙচুর করে এবং হিন্দুদেরকে বেধড়ক মারধর করে। এক পর্যায়ে তারা হিন্দু মহিলাদের ওপরেও চড়াও হয় এবং তাদেরকে ঘর থেকে টেনেহিঁচড়ে বের করে আনে। বেশ কিছু হিন্দু মহিলাদের শ্লীলতাহানিও করে হামলাকারী আওয়ামিলীগ কর্মীরা। এমনকি এই পিশাচদের শ্লীলতাহানি থেকে রেহাই পায়নি বৃদ্ধা মহিলারাও৷ হামলায় ৩০ জন হিন্দু গুরুতর আহত হয়েছে এবং বেশ কিছু মহিলা শ্লীলতাহানির শিকার হয়েছেন। আহতরা বর্তমানে স্থানীয় হাসপাতালে ভর্তি রয়েছে। স্থানীয় এলাকায় হিন্দু সম্প্রদায়ের আতঙ্ক ও নিরাপত্তাহীনতায় ভুগছে। নির্বাচনে ভোট দেওয়া নিয়েও সংশয়ে ভুগছেন স্থানীয় হিন্দুরা।