৩৫এ এবং ৩৭০ ধারা তুলে দেওয়ার সুফল, কাশ্মীরে স্থাপিত হলো দেশের সর্বপ্রথম ইগলু রিসোর্ট

0
774

বঙ্গদেশ ডেস্ক:কাশ্মীরকে কে না চেনে! কাশ্মীরি হিন্দু এথনিক ক্লেসিং নিয়ে ভারতবাসী কমবেশী অবগত। সম্প্রতি কাশ্মীরে ৩৫এ এবং ৩৭০ ধারা তুলে দেওয়ার পর কাশ্মীরের চেহারা আমূল পাল্টে গিয়েছে। ব্যবসা, পরিকাঠামোগত উন্নয়ন, জীবনযাত্রার মান, নিরাপত্তার অবস্থা সবকিছুরই আমূল পরিবর্তন এসেছে। সম্প্রতি কাশ্মীরে তারই অংশ হিসেবে উদ্বোধন করা হয়েছে প্রথম ইগলু ক্যাফে। সম্পূর্ণ বরফের দ্বারা তৈরী এই ঘরে ভ্রমণপিয়াসী মানুষ একটি ভিন্ন ধারার অভিজ্ঞতা অনুভব করতে পারে। 

এস্কিমোরদের বাসস্থান হিসেবে ইগলু পরিচিত৷ এবার কাশ্মীরে পর্যটকদের আকর্ষণ করাদ জন্য ভিন্ন ধারার এই উদ্যোগ নিয়েছে গুলমার্গের কোলাহোই স্কি রিসর্ট। দেশের প্রথম ইগলু রিসর্ট খুলে আলোচনায় এসেছে তারা। করোনা আবহে পর্যটন শিল্পে এমনিই ধাক্কা খেয়েছে। সেই অবস্থায় পরিবর্তন আনার লক্ষ্যেই এই নতুন ধারার উদ্যোগ নিয়েছে গুলমার্গের কোলাহোই স্কি রিসোর্ট।

গুলমার্গের কোলাহোই স্কি রিসোর্ট এর এই ইগলু ক্যাফেটি ১৫ ফুট উঁচু ও চওড়ায় ২৬ ফুট মোট এবং ভেতরব মোট চারটি টেবিল রয়েছে। এই চারটি টেবিলে একসাথে ১৬ জন অতিথি তাদের আনন্দঘন মুহুর্ত উপভোগ করতে পারে৷ ইতিমধ্যেই এই ক্যাফেটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে এবং ব্যপক সাড়া ফেলেছে। স্থানীয়দের বক্তব্য ৩৫এ এবং ৩৭০ ধারা তুলে দেওয়ার সুফল ভোগ করছেন তারা। ফলে কাশ্মীরে নতুন উফ্যোক্তারা আগ্রহী হচ্ছে এবং এই ধরণের নতুন উদ্যোগ নিচ্ছেন। যার কারণে কাশ্মীরের স্থানীয় পর্যায়ে প্রভাব পড়ছে এবং জীবনযাত্রার মান উন্নত হচ্ছে।