পুরোহিত ইমামে মমতা সরকারের এত বৈষম্য কেন, প্রশ্ন শুভেন্দুর

0
655

বঙ্গদেশ ডেস্ক :- বরাবরই নিজেদেরকে ধর্মনিরপেক্ষ হিসেবে উপস্থাপন করে থাকেন মমতা বন্দ্যোপাধ্যায়। ধর্মনিরপেক্ষতাকে বজায় রাখার জন্য রাজ্যে ইমাম ভাতার পাশাপাশি সম্প্রতি পুরোহিত ভাতাও চালু করেন তিনি। কিন্তু খুব কাছ থেকে দেখলে বোঝা যাবে যে এই সিদ্ধান্ত আদতে শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা ছাড়া কিছুই না। আর সেই বিষয়গুলোকেই তুলে ধরে ধর্মনিরপেক্ষতার বিষয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে কড়া ভাষায় বিঁধলেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী। 

রাজ্য সরকারকে পিসি ভাইপো প্রাইভেট লিমিটেড কোম্পানি উদ্ধৃত করে শুভেন্দু অধিকারী বলেন যে বিজেপি ক্ষমতায় এলে মমতা বন্দ্যোপাধ্যায়কে মিথ্যাশ্রী এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তোলাশ্রী পদক দেওয়া হবে। তিনি আরও বলেন যে পিসি ভাইপো প্রাইভেট কোম্পানি ছেড়ে তিনি স্বস্তিতে আছেন! এছাড়াও অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তীব্র কটাক্ষ করে তিনি বলেন যে তোলাবাজ ভাইপো বললেই রেগে যাচ্ছে, যদি তোলাবাজ না হয় তাহলে রেগে যাচ্ছে কেন? 

রাণী রাসমনি রোডে আয়োজিত সভায় মমতা বন্দ্যোপাধ্যায়ের ধর্মনিরপেক্ষতার প্রসঙ্গে তিনি অভিযোগ করেছেন যে মেকি ধর্মনিরপেক্ষতা দেখানো হচ্ছে, ইমাম আর পুরোহিতদেরকে এক দৃষ্টিতে দেখা হচ্ছে না। তিনি বলেন, যেখানে ইমামরা ২৫০০ টাকা ভাতা পায় সেখানে হিন্দু পুরোহিতরা পাচ্ছে ১০০০ টাকা, এখানেই তো বৈষম্যের চিত্রটি দেখা যাচ্ছে। এছাড়াও তৃণমূল সরকারকে সরাসরি নিশানা করে শুভেন্দু অধিকারী বলেন, ” রাজ্য সরকারের নির্দেশনা অনুযায়ী ইমামদের রাজ্যের স্থায়ী বাসিন্দা হওয়া বাধ্যতামূলক নয়, কিন্তু পুরোহিতদেরকে রাজ্যের স্থায়ী বাসিন্দা হতেই হবে।” তৃণমূলকে উদ্দেশ্য করে তিনি আরও বলেন, ” ইমাম বাংলাদেশী, রোহিঙ্গা হলেও চলবে। একদিকে মাত্র ৮ হাজার হিন্দু পুরোহিত ভাতা পাচ্ছে কিন্তু অন্যদিকে ৬০০০০ ইমাম ভাতা পাচ্ছে! এখানেই তো মমতা বন্দ্যোপাধ্যায়ের মেকি ধর্মনিরপেক্ষতা ধরা পড়ে যাচ্ছে।”