‘ম্যায় ভি হুঁ না’ ট্যুইটে মমতাকে নিজের অস্তিত্ব মনে করালেন রাজ্যপাল

0
428

বঙ্গদেশ ডেস্ক: পশ্চিমবঙ্গের রাজ্যপালের দায়িত্ব গ্রহণ করার পর থেকেই জগদীপ ধনখড়ের সঙ্গে বেনজির বিতর্কে জড়িয়েছে রাজ্য সরকার। সম্পর্কের অবনতি এতটাই ঘটেছে যে রাজ্য সরকার ও রাজ্যপালের সম্পর্ককে সাপে-নেউলে সম্পর্ক বললেও অত্যুক্তি করা হবে না।

এদিনও তৃণমূল সুপ্রিমোকে পাল্টা দিলেন রাজ্যপাল। তবে অন্যান্যবারের মত সমালোচনা করে নয়। একসঙ্গে কাজ করার জন্য তিনিও যে মুখিয়ে রয়েছেন, তা বুঝিয়ে দিলেন একটি ট্যুইটের মাধ্যমে।

তৃণমূলের অফিসিয়াল ট্যুইটার হ্যান্ডল থেকে ‘ম্যায় হুঁ না’ বলে একটি পোস্টার প্রকাশ করা হয়েছিল। পোস্টারে তর্জনী উঁচিয়ে জনস্রোতের সামনে দাঁড়িয়ে থাকতে দেখা গিয়েছিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে।

তৃণমূলের এই ট্যুইটের প্রত্যুত্তর হিসেবে রাজ্যপাল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে উদ্দেশ্য করে লেখেন, ‘‘ম্যায় হুঁ না-র প্রতিক্রিয়ায় আমি লিখলাম ম্যায় ভি হুঁ না৷ সংবিধানের প্রকৃত ভাবধারায় আমরা উভয়ই সাংবিধানিক কর্মী হিসেবে রাজ্যের উন্নতি চেয়ে কাজ করব। আমরা জনগনের দুর্দশা কমানোর চেষ্টা করব।’’

রাজ্যপালের এই রিট্যুইটে সাড়া পড়েছে নেটপাড়ায়। অনেকের মতে রাজ্যপাল এই ট্যুইটে মাধ্যমে মিষ্টি হুঁশিয়ারি দিয়ে রাখলেন মুখ্যমন্ত্রীকে। যেন বলতে চাইলেন, ‘‘আপনি থাকলে একসঙ্গে আমিও রয়েছি।’’