কয়লা পাচার চক্রের অন্যতম হোতা অনুপ মাঝি ওরফে লালার বিপুল সম্পত্তি বাজেয়াপ্ত করলো ইডি 

0
650

বঙ্গদেশ ডেস্ক: কয়লা পাচার মামলায় নয়া মোড়। কয়লা পাচারকাণ্ডের অন্যতম মূল হোতা অনুপ মাঝি ওরফে লালাকে বড়সড় ধাক্কা দিয়েছে ইডি। অনুপ মাঝির বিপুল পরিমাণ সম্পত্তি বাজেয়াপ্ত করলো ইডি। অন্যদিকে সিবিআই কয়লা পাচারকাণ্ডের ব্যাপারে জিজ্ঞাসাবাদ করার জন্যে সোমবার অনুপ মাঝি ওরফে লালাকে ডেকে পাঠায়। ৬ এপ্রিল পর্যন্ত লালাকে গ্রেফতারে সুপ্রিম কোর্টের নিষেধাজ্ঞা থাকায় তাকে শুধুমাত্র জিজ্ঞাসাবাদ করে সিবিআই। 

তবে সিবিআই সূত্রে জানা যায়, অনুপ মাঝি ইচ্ছাকৃতভাবে তদন্তে অসহযোগিতা ও কালক্ষেপণের চেষ্টা করছে। তাই তাকে গ্রেফতার করার কথা চিন্তাভাবনা করতে পারে সিবিআই। তবে ৬ এপ্রিল পর্যন্ত যেহেতু সুপ্রিম কোর্টের নিষেধাজ্ঞা রয়েছে এই বিষয়ে, তাই ৬ এপ্রিলের পরে যে কোন দিন এই বিষয়ে সুপ্রিম কোর্টে আবেদন করতে পারে সিবিআই। সবুজ সংকেত পেলে লালাকে গ্রেফতার করার সম্ভাবনা রয়েছে। 

কোন কোন প্রভাবশালী ব্যক্তি লালার কাছ থেকে কতো টাকা করে পেয়েছে নিয়মিত, এই নেটওয়ার্কে কারা কারা জড়িত ইত্যাদি বিষয়ে বিস্তারিত জিজ্ঞাসাবাদ করে সিবিআই। অন্যদিকে ইডি অনুপ মাঝির প্রায় ১৬৬ কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করেছে। এর মধ্যে রয়েছে পুরুলিয়ায় অবস্থিত অনুপ মাঝির দুটি কোম্পানির জমি, মেশিনারি, কারখানা ইত্যাদি। একদিকে ইডি, অন্যদিকে সিবিআই, সব মিলিয়ে অনুপ মাঝি ওরফে লালা বেশ চাপে রয়েছে। সিবিআই আশা প্রকাশ করেছে, খুব শ্রীঘ্রই তদন্তে বেরিয়ে আসবে এই পুরো নেটওয়ার্কের হোতাদের নাম৷