দিশেহারা মমতার চিঠির জবাবে শর্তসাপেক্ষে সমর্থন করতে রাজী জোট শরিক কংগ্রেস

0
1895

বঙ্গদেশ ডেস্ক:- বঙ্গ রাজনীতিতে নাটকীয় মোড়! সংযুক্ত মোর্চার শরিক কংগ্রেস ইঙ্গিত দিয়েছে যে বাংলায় বিজেপির মোকাবেলা করার জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে সমর্থন দেওয়ার বিষয়টি তারা বিবেচনা করে দেখবে। কিন্তু একটি শর্ত! যদি মুখ্যমন্ত্রী মুর্শিদাবাদে তৃণমূলের ২২টি প্রার্থীকেই “অনুগ্রহ” করে প্রত্যাহার করে নেন তবেই সাহায্য করার বিষয়টি নিয়ে ভাবনা চিন্তা করা হবে। বঙ্গ নির্বাচনে কংগ্রেস বামফ্রন্ট এবং ফুরফুরা শরীফের পীরজাদা আব্বাস সিদ্দিকীর ইন্ডিয়ান সেক্যুলার ফ্রন্টের সাথে জোট বেঁধে নির্বাচনী আসনে লড়ছে।

সংযুক্ত মোর্চার অন্যতম মুখ বহরমপুরের সাংসদ কংগ্রেসের অধীর রঞ্জন চৌধুরী, ইউপিএ চেয়ারপারসন সোনিয়া গান্ধী এবং আরও অনেক নেতার কাছে মমতা ব্যানার্জী বিজেপির বিরুদ্ধে তাঁকে সমর্থন জানানোর জন্য খোলা চিঠি দিয়েছিলেন। সেই চিঠির পরিপ্রেক্ষিতে রবিবার তৃণমূল সুপ্রিমোকে শর্তসাপেক্ষ প্রস্তাব দিয়েছে কংগ্রেস। কিন্তু কংগ্রেসের এই সমর্থনকে মোটেই ভালোভাবে নেয়নি বাকি দুই জোটশরিক শিপিএম ও আই‌এস‌এফ। কারণ তারা প্রথম থেকেই বিজেপি ও তৃণমূলকে শত্রু হিসেবে ভেবে এসেছে। তাই তারা কংগ্রেসের এই সমর্থন দেখে ভ্রু কুঁচকাতে শুরু করেছেন।

অধীর রঞ্জন চৌধুরী বলেছেন, “নন্দীগ্রামে তাঁর পরাজয় দেখে মমতা ব্যানার্জী ভয় পেয়েছেন। এ কারণেই তিনি এখান সাম্প্রদায়িক বিজেপির বিরুদ্ধে লড়াইয়ের জন্য কংগ্রেসের সমর্থন পাওয়ার জন্য সোনিয়া গান্ধীকে চিঠি দিয়েছেন। তবে আমি মুখ্যমন্ত্রীকে অনুরোধ করছি: আপনি প্রথমে মুর্শিদাবাদ জেলার ২২ তৃণমূল প্রার্থী প্রত্যাহার করুন তবেই কংগ্রেসের পক্ষ থেকে আমরা আপনাকে সমর্থন দেওয়ার বিষয়ে চিন্তা ভাবনা করব। ”

তিনি ব্যঙ্গ করে আরও বলেছেন, “মিস ব্যানার্জী, যিনি একা বিজেপি-র বিরুদ্ধে একা লড়াই করতে ব্যর্থ, তিনি সেই ব্যর্থতা হাড়ে হাড়ে টের পেয়েছেন। কিন্তু এর আগে তিনি আমাদের অনেক বিধায়ককে এবং পৌরসভা ও পঞ্চায়েতগুলোর নিয়ন্ত্রণ নিয়ে আমাদের দলকে ছুরিকাঘাত করেছেন। এবং তাঁকে এই কাজে সহায়তা করেছেন তৃণমূল প্রাক্তনী শুভেন্দু অধিকারী। “