পুলওয়ামা কাণ্ডের চার্জশিটে পাকিস্তানের নাম উল্লেখ NIA-র

0
462

বঙ্গদেশ ডেস্ক: পুলওয়ামা আত্মঘাতী জঙ্গি হামলার প্রায় ১৮ মাস বাদে চার্জশিট দাখিল করল জাতীয় তদন্তকারী সংস্থা NIA। চার্জশিটে রয়েছে জইশ-ই-মহম্মদ প্রধান মাসুদ আজহারের নাম। সঙ্গে আরও ১৯ জন সন্ত্রাসবাদীর নাম রয়েছে, যারা ওই আত্মঘাতী হামলায় জড়িত ছিল।

১৩,৫০০ পাতার একটি চার্জশিট দাখিল করা হয়েছে জম্মুর এনআইএ আদালতে। সেই চার্জশিটে জইশ প্রধান তো বটেই, তবে তাছাড়াও তার ভাই আবদুল রাউত আসগার, আম্মার আলভি, ভাইপো উমর ফারুখের নাম রয়েছে।

এই উমর ফারুখের পিতা ইব্রাহিম আথার আবার ১৯৯৯ সালের ইন্ডিয়ান এয়ারলাইন্সের আইসি-৮১৪ বিমান অপহরণের সঙ্গে যুক্ত ছিল। পুলওয়ামা হামলার মূল ষড়যন্ত্রী ছিল উমর ফারুক। অবশ্য প্রাপ্ত খবর অনুযায়ী, ২০১৯ সালের মার্চমাসেই গুলির লড়াইয়ে তাকে খতম করে নিরাপত্তা বাহিনী।

আধিকারিকদের মতে চার্জশিটটিতে এমন প্রমাণ রয়েছে যা থেকে খুব সহজেই প্রমাণ করা যায় যে পুলওয়ামায় পাকিস্তানের হাত রয়েছে। হামলার ঘটনায় জইশ নেতৃত্ব এবং অভিযুক্তের কথোপকথন, ভূমিকা তুলে ধরা হয়েছে।

এক আধিকারিক জানিয়েছেন, সন্ত্রাসবাদীরা দেখাতে চেয়েছিল যে ভারতের অভ্যন্তরে তারা কতটা সন্ত্রাসবাদের বিস্তার ঘটাতে পেরেছে। সেই উদ্দেশ্য নিয়েই স্থানীয় জঙ্গি আদিল আহমেদকে আত্মঘাতী জঙ্গি হিসেবে ব্যবহার করেছিল তারা৷