নীরব মোদীর স্ত্রীর বিরুদ্ধে ইন্টারপোলের গ্রেফতারি পরোয়ানা

0
480

বঙ্গদেশ ডেস্ক: আরও বিপাকে পলাতক হিরে ব্যবসায়ী নীরব মোদী৷ তাঁর স্ত্রী অ্যামি মোদীর বিরুদ্ধে এবার গ্লোবাল অ্যারেস্ট ওয়ারেন্ট জারি করা হল৷ মঙ্গলবার ওই গ্রেফতারি পরোয়ানা জারি করেছে ইন্টারপোল৷ নীরব মোদীর বিরুদ্ধে পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কের ২ বিলিয়ন মার্কিন ডলার প্রতারণার অভিযোগ রয়েছে৷

ইডির অনুরোধেই এই আর্থিক প্রতারণা মামলায় রেড নোটিস জারি করা হয়েছে৷ এই গ্লোবাল অ্যারেস্ট ওয়ারেন্টের অর্থ কী? গোয়েন্দাদের সূত্রে জানা গিয়েছে যে ইন্টার পোলের এই নির্দেশের পর মোট ১৯২ টি দেশের যেখানেই অ্যামি মোদী থাকবেন, সেখানেই তাঁকে গ্রেফতার করতে পারবে স্থানীয় পুলিশ৷

তার পর তাঁর প্রত্যাবর্তনের প্রক্রিয়া শুরু হয়ে যাবে৷ নীরব মোদীর এই ব্যাঙ্ক প্রতারণা মামলা সামনে আসে ২০১৮ সালে৷ সেই সময় থেকেই ভারত ছেড়ে পালিয়েছেন অ্যামি মোদী৷ আর্থিক প্রতারণার এই মামলায় নীরবের সঙ্গে অভিযুক্ত মেহুল চোকসিও৷

তিনি নীরবের মামা৷ ইডির দাবি, অ্যামি এই অর্থ প্রতারণার ষড়যন্ত্রে সরাসরি লিপ্ত ছিলেন৷ এই ঘটনায় নীরব মোদীকে ২০১৯ সালের মার্চ মাসেই লন্ডনে গ্রেফতার করা হয়৷ আপাতত যুক্তরাজ্যের জেলে বন্দি রয়েছে৷ তাঁকে ভারতে প্রত্যাবর্তনের মামলা এখন যুক্তরাজ্যের আদালতে বিচারাধীন৷

এদিকে ভারতে মুম্বই আদালত তাঁকে পলাতক ঘোষণা করে তাঁর সম্পত্তি বাজেয়াপ্ত করার নির্দেশ দিয়েছে৷ তার পর ইডি নীরব মোদীর ৩২৯ কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্তও করেছে৷

এই মামলায় অ্যামি ছাড়াও নীরবের ছোট ভাই নেহাল ও বোন পুরবীও অভিযুক্ত৷ তাঁরাও পলাতক৷ তাঁদের বিরুদ্ধে আগেই ইন্টারপোলের তরফে গ্লোবাল অ্যারেস্ট ওয়ারেন্ট জারি করা হয়৷