নাইজেরিয়ার আকাশে অশনি সংকেত! বোকো হারাম দাবি জানালো সামরিক বিমান ধ্বংসের

0
696

বঙ্গদেশ ডেস্ক – নাইজেরিয়ান বিমান বাহিনীর একটি জেট নিখোঁজ হওয়ার দুই দিন পর, শুক্রবার ইসলামিক সন্ত্রাসবাদী সংগঠন বোকো হারাম একটি ভিডিও প্রকাশ করেছে। এই ভিডিওতে তারা দু’জন পাইলট সহ একটি জেটকে গুলি করে নামানোর দায় স্বীকার করেছে।

উত্তর-পূর্ব নাইজেরিয়ার বোর্নো স্টেটে বোকো হারাম সন্ত্রাসীদের শায়েস্তা করতে মোতায়েন করা একটি জেট গত বুধবার গভীর রাতে রাডারের সঙ্গে সব যোগাযোগ হারিয়ে ফেলে। বিমান বাহিনীর মুখপাত্র এডওয়ার্ড গ্যাবকিট বিমান চালকদের পরিচয় প্রকাশ করেন। কিন্তু সরকারপক্ষ বলেন যে তাদের অবস্থান অজানা।

শুক্রবার, সন্ত্রাসবাদী দলটি ধ্বংস হওয়া জেটের একটি ভিডিও এবং দুই পাইলটের মধ্যে একজনের মৃতদেহের ছবি প্রকাশ করেছে। ভিডিওটি নিউজ এজেন্সি রয়টার্সের মাধ্যমে সর্বসমক্ষে আসে। তবে এই ভিডিওর সত্যতা যাচাই করা সম্ভব হয়নি।

রয়টার্স তাদের রিপোর্টে উল্লেখ করেছে, ভিডিওটিতে একটি বিমানের ধ্বংসাবশেষ মাটিতে পড়ে থাকতে দেখা গেছে। সেখানে “এনএএফ ৪৭৫” শব্দগুলি লেখা এবং পুড়ে যাওয়া একটি ফিউজলেট ছিল। রয়টার্স আরো জানিয়েছে, একজন বোকো হারাম সন্ত্রাসী একটি মুখোশ পরে ধ্বংসস্তূপের উপরে দাঁড়িয়ে বিমানটিকে নির্দেশ করে বলছিলো, “নাইজেরিয়ান বিমানবাহিনী ৪৭৫” জেট ফাইটার। পরে ভিডিওতে একটি বিকৃত মৃতদেহকে সামরিক ব্যক্তির মরদেহ হিসাবে দেখানো হয়।

“আপনি দেখতে পাচ্ছেন, এটিই আপনার বিমানের পাইলট, যাকে আপনি আল্লার বান্দার ক্ষতি করতে পাঠিয়েছিলেন। আল্লা তাঁর জন্যে এটাই করেছেন।”বোকো হারামের যোদ্ধা এটিই বলেছে।

ফুটেজে আরও দেখা গেছে যে বোকো হারাম যোদ্ধারা ধুলোবালি ভর্তি রাস্তা দিয়ে, বন্দুক লাগানো ট্রাক এবং মোটরবাইক নিয়ে চলছিল। ভিডিওটিতে দেখানো হয়েছে, জেটটি বিধ্বস্ত হওয়ার আগে বিস্ফোরিত হচ্ছিল।

বোকো হারাম বিমানটি গুলি করে নামানোর দায় স্বীকার করার সময়ে বিশেষজ্ঞরা এই দাবির সত্যতা নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন এবং দাবি করেছেন যে বিমানটি কিছুটা যান্ত্রিক ত্রুটির কারণেই বিধ্বস্ত হয়েছে, বোকো হারামের আক্রমণে নয়।