করোনার জেরে স্বাধীনতা দিবস উদযাপনে কমছে আমন্ত্রিতের সংখ্যা

0
469

বঙ্গদেশ ডেস্ক: করোনা পরিস্থিতির জেরে গোটা বিশ্বে বদলে যাচ্ছে অনেক নিয়ম৷ নিউ নর্ম্যাল হিসেবে আত্মপ্রকাশ করছে অনেক কিছু৷ এবার স্বাধীনতা দিবস উদযাপনেও পড়ল করোনার ছায়া৷

নিয়ম অনুযায়ী প্রতিবছর নয়াদিল্লির লালকেল্লায় অসংখ্য দর্শকের সামনে পতাকা উত্তোলন করেন প্রধানমন্ত্রী৷ তার পর ভাষণও দেন৷ কিন্তু এবার ৭৪ তম স্বাধীনতা দিবসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আমন্ত্রিত কিছু অতিথির সামনে পতাকা উত্তোলন করবেন এবং ভাষণ দেবেন৷

প্রতিবছর স্বাধীনতা দিবস উদযাপনের অনুষ্ঠানের মূল আকর্ষণ থাকে শিশুরা৷ তাদের পারফরম্যান্স প্রতিবারই দেখার মতো হয়৷ এবার করোনা পরিস্থিতির জেরে শিশুদের পারফরম্যান্স বাতিল করা হয়েছে৷ তার বদলে আমন্ত্রণ জানানো হয়েছে ৩০০ জন এনসিসি ক্যাডেটকে৷ তাঁরা সামাজিক দূরত্ব বজায় রেখে ও পিপিই কিট পরিহিত হয়ে স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন৷

কেন্দ্রীয় সরকারের একটি সূত্র থেকে জানা গিয়েছে, প্রতি বছর স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে ৯০০ থেকে ১০০০ জনকে আমন্ত্রণ জানানো হয় লাল কেল্লায়৷ এই বছর মাত্র ২৫০ জন আমন্ত্রিত থাকবেন৷ এছাড়াও বদল করা হবে আরও কিছু নিয়মে৷