উত্তরপ্রদেশের মন্দির প্রাঙ্গণে সাধুর ঝুলন্ত দেহ উদ্ধার! স্থানীয়দের মতে, খুন হয়েছেন তিনি

0
604

বঙ্গদেশ ডেস্ক: ভারতে পুরোহিত তথা সাধুহত্যা যেন একটা নতুন ট্রেন্ড হয়ে উঠেছে। প্রথমে মহারাষ্ট্রের পালঘরে নির্মমভাবে সাধুহত্যা, তারপরে কয়েকদিন আগেই মেরঠে শিবভক্ত পুরোহিতকে নির্মমভাবে হত্যায় শিউরে উঠেছিল গোটা দেশ। এবারের ঘটনাস্থল উত্তরপ্রদেশের সুলতানপুর।

সুলতানপুরের বীর বাবা মন্দির প্রাঙ্গণে ঝুলন্ত অবস্থায় মিলল ২২ বছর বয়সী বালযোগী সাধুর দেহ। একটি গাছ থেকে ঝুলন্ত অবস্থায় পাওয়া গেছে তার দেহ। স্বাভাবিকভাবেই এই ঘটনায় এলাকায় চরম উত্তেজনা ছড়িয়েছে৷ এলাকায় তিনি বালাযোগী সত্যেন্দ্র আনন্দ সরস্বতী মহারাজ বাগা বাবা নামে পরিচিত ছিলেন।
এই ঘটনার খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই পুলিশ দেহটিকে নিজেদের হেফাজতে নিয়ে পোস্ট মর্টেমের জন্য পাঠিয়ে দিয়েছে। সাধুর ঝুলন্ত দেহ উদ্ধারকে কেন্দ্র করে স্থানীয়রা অভিযোগ জানিয়েছেন যে হত্যা করা হয়েছে সেই সাধুকে। তাদের অভিযোগ অনুযায়ী প্রথমে সাধুকে হত্যা করা হয়েছে ও তারপর গাছ থেকে ঝুলিয়ে দেওয়া হয়েছে, যাতে তা সুইসাইড বলে মনে হয়। ইতিমধ্যেই পুলিশ এই বিষয়ে তদন্ত প্রক্রিয়া শুরু করে দিয়েছে।

সূত্রের খবর অনুযায়ী বাইশ বছর বয়সী ওই সাধু হিমাচল প্রদেশ থেকে এসেছিলেন সুলতানপুরে। তিনি বহু বছর ধরে সুলতানপুরের ওই মন্দিরেই থাকতেন। তাঁর মৃত্যুর পর হাজারে হাজারে লোক জমা হয়েছিল মন্দির প্রাঙ্গণে৷ পুলিশ জানিয়েছে যে তারা তদন্ত প্রক্রিয়া শেষের পরেই জানাতে পারবেন যে এটি আদতে খুন? নাকী আত্মহত্যা।