পাকিস্তানে লড়াই সফল হল শিখ সম্প্রদায়ের, পুনরুদ্ধার হল ২০০ বছরের গুরুদ্বার

0
692

বঙ্গদেশ ডেস্ক: দেশভাগের আগে বালোচিস্তানের ওই অঞ্চলটিতে প্রচুর পরিমানে শিখ সম্প্রদায়ের মানুষ থাকতেন৷ দেশভাগের সময় সেদেশের সংখ্যাগুরুদের অত্যাচারে অনেকেই সেই অঞ্চল ছাড়তে বাধ্য হন। এরপরেই স্থানীয় প্রশাসন ওই অঞ্চলের ২০০ বছরেরও পুরোনো গুরুদ্বারটিকে সরকারি স্কুলে পরিণত করে দিয়েছিল। যার ফলে বাধ্য হয়ে লড়াই শুরু করেন সেখানকার শিখ সম্প্রদায়।

সম্প্রতি, দেশভাগের ৭৩ বছর বাদে বালোচিস্তানের কোটা শহরের এই গুরুদ্বার পুনরায় খুলে দেওয়া হল শিখদের জন্য। শিখদের কয়েক দশকের লড়াই সফল হল। হাইকোর্টে মামলা অবধি করেছিল শিখ সঙ্গত৷ কয়েকদিন আগে বালোচিস্তানের সরকার সেই সরকারি স্কুল বন্ধ করে দিয়ে তা শিখ সম্প্রদায়কে ফিরিয়ে দেয়। তবে গুরুদ্বারটিকে সরকারি স্কুলে পরিণত করলেও ভবনটির কোনোরকম ক্ষতি হয়নি এতদিনে। শুধুমাত্র একটিদিকের দেওয়াল ক্ষতিগ্রস্ত হয়েছিল৷

পাকিস্তানে শিখ গুরুদ্বার প্রবন্ধক কমিটির তরফ থেকে জসবীর সিং জানিয়েছেন যে ২০০ বছরের পুরোনো এই গুরুদ্বারটি আদালতের নির্দেশের পর ফিরিয়ে দেওয়া হয় শিখদের৷ বহুপুরোনো গুরুদ্বারটি এখনো অক্ষত। এমনকী বহুপ্রাচীন চিহ্নগুলিও অক্ষত রয়েছে।

তবে বালুচিস্তানে এখনো ১৫ টি গুরুদ্বার দখল করে রেখেছে প্রশাসন৷ সেগুলিকে ফিরে পাওয়ার জন্যও লড়াই করছেন সেখানকার স্থানীয় শিখরা। দেশভাগের সময় সেখানকার মুসলিমরা বহু গুরুদ্বার ভেঙে দিয়েছিল। তাই এখনো ওই অঞ্চলে শিখদের প্রার্থণা করার মত গুরুদ্বারের সংখ্যা হাতেগোনা।