Monday, May 20, 2024
spot_img
Homeলাইফ স্টাইললাইট-ক্যামেরাসুশান্ত প্রথম নন! আত্মহত্যা বলিউডে বেশ পুরনো

সুশান্ত প্রথম নন! আত্মহত্যা বলিউডে বেশ পুরনো

বঙ্গদেশ ডেস্ক: বলিউড মানেই শুধু বিনোদন নয়। রয়েছে আরও অনেক রহস্য। সাম্প্রতিক সুশান্ত সিং রাজপুতের মতো তরুণ অভিনেতার আত্মহত্যার ঘটনায় অনেকেই পুরনো রহস্যের গন্ধ পাচ্ছেন। বলিউডে এরকম আত্মহত্যার ঘটনা এই প্রথম নয়। ইতিহাসের পাতা ওলটালে চোখে পড়ে একের পর এক আত্মহত্যা।

অভিনয় প্রতিভাই এখানকার একমাত্র মাপকাঠি নয়! অনেকে মনে করেন স্বজনপোষণের শিকড় গেড়ে বসেছে বলিউডে। এই নোংরা রাজনীতির শিকার সুশান্ত এবং তাঁর মতো উঠতি প্রতিভাবান অভিনেতারা। সুশান্তের মতো হঠাৎই চলে যাওয়ার উদাহরণ কম নয় বলিউডে। মাঝপথে জীবনের ছন্দপতন ঘটিয়েছেন এরকম জনপ্রিয়
অভিনেতা-নেত্রীরা হলেন,

গুরু দত্ত – ৩৯ বছর
সাদা কালো ছবির জগতে গুরু দত্ত হলেন এক প্রতিভাবান শিল্পী। অনেকের কাছেই তিনি এখনও অজানা। তাঁর অভিনীত সিনেমাগুলির মধ্যে ‘কাগজ কা ফুল’, ‘বাজি’, ‘প্যায়াসা’ উল্লেখযোগ্য সিনেমা। ১৯৬৪ সালে ১০ অক্টোবর তাঁর মৃত্যু হয়। তাঁর ঘরের বিছানা থেকে তাঁর দেহ উদ্ধার করা হয়। মনে করা হয় যে তিনি আত্মহত্যা করেছিলেন।

সিল্ক স্মিতা- ৩৫ বছর
তামিল সিনেমার জনপ্রিয় অভিনেত্রী সিল্ক রূপের আগুনে পুড়িয়ে ছিলেন গোটা ভারতের যুবকদের। কেরিয়ারের দারুণ সময়ে হিন্দি সিনেমাতেও কাজ করেন বিজয়লক্ষী ভাদলাপতি ওরফে সিল্ক স্মিতা। কিন্তু ১৯৯৬ সালে মাত্র ৩৫ বছর বয়সে মদপ্য অবস্থায় আত্মহত্যা করেন এই অভিনেত্রী৷

জিয়া খান- ২৫ বছর
বয়সের পার্থক্যে প্রেমের ছবি বলতে গেলেই প্রথমে মাথায় আসে ‘নিঃশব্দ’-এর কথা। অমিতাভ বচ্চন ও জিয়া খান অভিনীত সিনেমা ‘নিঃশব্দ’। এরপর আমির খানের ‘গজনি’-তে অভিনয়। আস্তে আস্তে বলিউডে জনপ্রিয় মুখ হওয়ার মুখেই আত্মহত্যা করেন অভিনেত্রী জিয়া খান। ২০১৩ সালের ৩ জুন, মৃত্যুর সময় তাঁর বয়স হয়েছিল ২৫ বছর। এখনও এই ঘটনার সিবিআই তদন্ত চলছে।

সুশান্ত সিং রাজপুত-৩৪ বছর
বর্তমানে উঠতি প্রতিভাবান তারকাদের মধ্যে সুশান্ত সিং ছিলেন অন্যতম। ‘পবিত্র রিসতা’-র মতো জনপ্রিয় মেগাধারাবাহিক দিয়ে কেরিয়ার শুরু করেন সুশান্ত। এরপর বেশিদিন লাগেনি সিনেমাজগতে পা রাখতে। মেগা সিরিয়ালটি শেষ হতেই ’কাই পো চে‘ সিনেমাতে ডেবিউ। এবং একের পর এক পিকে‘,‘ডিটেক্টিভ ব্যোমকেশ‘,‘এম এস ধোনী’,‘কেদারনাথ‘,‘ছিঁচোড়ে‘র মতো সুপারহিট সিনেমায় অভিনয় করে পাটনার ছেলেটি। তাঁর সাবলীল অভিনয় অনেক উঠতি তারকাকে প্রতিযোগিতার মুখে ফেলে দিচ্ছিল। বলিউডে নিজের মাটি শক্ত করছেন এরকম সময়ই হঠাৎই আত্মহত্যা করে বসলেন সুশান্ত। শোনা যাচ্ছে ছ’মাস ধরে মানসিক অবসাদে ভুগছিলেন এই তরুণ অভিনেতা। চিকিৎসাও চলছিল। গত ১৪ জুন রবিবার বান্দ্রার নিজের ফ্লাটে আত্মহত্যা করেন সুশান্ত। কোনও সুইসাইড নোট না পাওয়ায় রয়ে যাচ্ছে অনেক রহস্য।

বঙ্গদেশ বারবার চেষ্টা করছে মেইনস্ট্রিম মিডিয়াতে না আসা খবরগুলো আপনাদের সামনে আনার। আমরা আপনাদের খবর করি, আপনাদের কথা লিখি। আমাদের এই প্রচেষ্টা ভালো লেগে থাকলে ১০ থেকে ১০,০০০ যে কোন মূল্যের ডোনেশন দিয়ে বঙ্গদেশের পাশে দাঁড়াতে পারেন। আমাদের আরও ভালো কাজ করার জন্য উৎসাহ দিতে পারেন। ধন্যবাদ।

Most Popular