সনাতনী সংস্কৃতিতে মুগ্ধ হয়ে হিন্দু ধৰ্ম গ্রহণ বিশ্ববিখ্যাত মডেল একেটেরিনা লিসিনার

0
1722

বঙ্গদেশ ডেস্ক:- ভারতীয় উপমহাদেশে হিন্দুদের প্রতি কট্টরপন্থীদের ঘৃ’ণা উত্তরোত্তর বৃদ্ধি পেলেও পুরো বিশ্বজুড়ে অদ্ভুতভাবে হিন্দুদের সম্মান বৃদ্ধি প। ভারতে বসবাসকারী তথাকথিত বুদ্ধিজীবীরা যখন হিন্দুধর্মীয় সংস্কৃতির উপর নানা প্রশ্ন তুলছেন তখন বিশ্বের অন্যান্য প্রান্তের হিন্দুরা ভারতীয় সংস্কৃতির প্রশংসায় পঞ্চমুখ। আসলে এই মুহুর্তে ভারতের হিন্দুরা বিশ্বের নানা প্রান্তে ছড়িয়ে পড়েছে এবং বিশ্বের প্রতিটি স্থানে হিন্দু জাতির উদারতা, সততা সকলকে প্রভাবিত করছে।

উদাহরণ স্বরূপ বলা যায়, আমেরিকা, ব্রিটেনে হিন্দুদের সংখ্যা খুব বেশি নয়। কিন্তু তা সত্ত্বেও হিন্দুদের পরিশ্রম ও দক্ষতা সেই দেশের বাসিন্দাদের মুগ্ধ করেছে। হিন্দু ঐতিহ্য বিশ্বে নিজেদের স্থান এতটাই শক্তিশালী করে নিয়েছে যে, হিন্দু সমাজকে সমস্ত জায়গায় মন খুলে স্বাগত জানানো হচ্ছে। সেটা আমেরিকা হোক বা জাপান। হিন্দু সংস্কৃতিকে আপন করে, অনেকে গ্রহণ করে নিচ্ছেন হিন্দু ধর্ম।

সম্প্রতি বিশ্ববিখ্যাত মডেল একেটেরিনা লিসিনা সকলের নজর কেড়েছেন। হিন্দু ধর্ম গ্রহন করার পর থেকে তাকে নিয়ে মানুষের আগ্রহ চরম পর্যায়ে পৌঁছেছে।রাশিয়ার বাসিন্দা একেটেরিনা লিসিনা হিন্দু ধর্মী শাস্ত্র ও ধৰ্মগ্রন্থ পড়ার পর হিন্দু ধর্ম গ্রহণ
করেছেন।

উনি দেবী লক্ষীর উপর সবথেকে বেশি আস্থা রাখেন। জানা গিয়েছে হিন্দু ধর্ম গ্রহণের জন্য এই বিশ্বখ্যাত মডেল মাংস খাওয়া অবধি ত্যাগ করেছেন। আসলে তিনি সাধন ভজনের জগতে প্রবেশের পরিকল্পনা করছেন। সেই কারণেই এখন তিনি তামসিক ও রাজসিক খাদ্য থেকে নিজেকে দূরে সরিয়ে রাখছেন।

একেটেরিনা লিসিনা একজন মডেল হওয়ার পাশাপাশি একজন বাস্কেটবল প্লেয়ার। উনার উচ্চতা ৬ ফুট ৯ ইঞ্চি। এই বিশাল উচ্চতার কারণেও উনি বহুবার খবরের শিরোনামে উঠে এসেছেন।