পাকিস্তানি হিন্দুরা যেখানে সুরক্ষিত নয় সেখানে দীপাবলীর শুভেচ্ছা! নেটিজেনদের রোষে ইমরান খান

0
708

বঙ্গদেশ ডেস্ক:- পাকিস্তানে সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের ওপর অত্যাচার অব্যাহত। মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ‌ও ওঠে ইমরান সরকারের বিরুদ্ধে। এরই মাঝে হিন্দুদের দীপাবলীর শুভেচ্ছা জানিয়ে নেটিজেনদের ক্ষোভের মুখে পড়েছেন ইমরান খান। আক্রমণাত্মক ভঙ্গিতে ইমরানের দিকে প্রশ্ন করেছেন একের পর এক নেট নাগরিক। আবার কাউকে দেখা গিয়েছে ব্যঙ্গাত্মক ভঙ্গিতে প্রশ্ন করতে।
সকলের ঘুরিয়ে ফিরিয়ে একটিই প্রশ্ন ‘আপনি কাদের শুভেচ্ছা জানাচ্ছেন?’ পাকিস্তানে হিন্দু সম্প্রদায় কি আদৌও ভালো আছে? হিন্দুরা সুস্থ ও নিরাপদ আছে? তাদের অধিকার আছে শান্তিতে ধর্মীয় উৎসব পালনের?

গতকাল ১৪ ই নভেম্বর টুইটারে দেশের হিন্দু নাগরিকদের দীপাবলীর শুভেচ্ছা জানিয়েছিলেন ইমরান খান। তারপরেই নেটিজেনদের প্রশ্নবাণে জর্জরিত হন তিনি। অনেকেই পাকিস্তানে হিন্দুদের অত্যাচার নিয়ে একের পর এক প্রশ্ন করেছেন ইমরান খানের দিকে। সরাসরি প্রশ্ন ছুঁড়ে দিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রীর দিকে। তাদের ক্ষোভ, ‘পাকিস্তানে হিন্দু আদৌও ঠিক আছে না ইসলামে ধর্মান্তরিত হয়েছে?’ একই ভঙ্গিতে একগুচ্ছ নেটিজেনদের সমালোচনায় বিদ্ধ হন পাকিস্তানের প্রধানমন্ত্রী। তবে কোনো প্রশ্নেরই উত্তর দেননি ইমরান খান বরং তিনি সেগুলো এড়িয়েই যান।

পাকিস্তানে সংখ্যালঘু হিন্দু অত্যাচার কোন‌ও নতুন ঘটনা নয়। হিন্দু মেয়েদের অপহরণ থেকে শুরু করে হিন্দু মন্দির ধ্বংস, জোর করে ইসলামে ধর্মান্তরকরণ আকছার ঘটে। আর দেশের সরকার ও মিডিয়া অধিকাংশ সময় সেগুলো চেপে দেয়। কোনোভাবেই
খবরগুলো বাইরে আসতে দেয় না। দু একটা ঘটনা বিক্ষিপ্তভাবে সরকারের চোখ বাঁচিয়ে আন্তর্জাতিক মিডিয়ায় প্রকাশিত হয়ে যায় আর তাতেই ক্ষুব্ধ হয়ে ওঠে অনেক মানুষ। মন্দির ভাঙচুর, লকডাউন চলাকালীন হিন্দুদের রেশন না দেওয়ার মত ন্যাক্কারজনক ঘটনা ঘিরে আন্তর্জাতিক দুনিয়ার কাছে মুখ পুড়েছে পাকিস্তানের। তারপরেও পাকিস্তানের কোনো হেলদোল নেই। হিন্দু সুরক্ষা নিয়ে সরকার বিন্দুমাত্র চিন্তিত নয়। এক ফোঁটা পদক্ষেপ গ্রহণ করেনি পাকিস্তান সরকার, তারই মধ্যে প্রহসন করে আবার দীপাবলীর শুভেচ্ছা জানিয়ে নেটিজেনদের রোষের মুখে পড়েছে ইমরান খান।