চীনের বদলে এবার চেন্নাইতে আইফোন বানাতে চলেছে অ্যাপল

0
688

বঙ্গদেশ ডেস্ক: বহুদিন ধরেই এই নিয়ে আলোচনা চলছিল। অবশেষে বাস্তবায়িত হল স্বপ্ন।মেক ইন ইন্ডিয়া প্রকল্পে বড়সড় জয়ের মুখ দেখল কেন্দ্রীয় সরকার। আগে iPhone-11 অ্যাসেম্বলের যে কাজ হত শুধু চীনে এবার থেকে তা হচ্ছে চেন্নাইতে।

সকলের সামনে এই খবর আসার পরে সরকারও টুইট করে জানায় যে প্রখ্যাত সংস্থা অ্যাপল ভারতেই ফোন বানাবে। বর্তমানে চেন্নাইয়ের ফক্সকনের কারখানায় শুরুও হয়ে গিয়েছে ফোন অ্যাসেম্বলিং এর কাজ। অ্যাপল জানিয়েছে যে ধীরে ধীরে উৎপাদন বৃদ্ধি করতে চায় তারা। তাদের পরিকল্পনা, চেন্নাইয়ের উৎপাদনক্ষেত্র থেকে সেগুলিকে সরবরাহ করা হবে অন্য স্থানেও।

চেন্নাইয়ের পাশাপাশি ব্যাঙ্গালুরুর উইস্ট্রোন প্ল্যান্টেও iPhone SE 2020 অ্যাসেম্বল করতে চায় অ্যাপল। টিম কুক জানিয়েছেন যে দীর্ঘমেয়াদে দেখতে গেলে ভারতের বাজার অ্যাপেলের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তবে স্বল্পমেয়াদে ব্যবসা করতে গেলে ভারতের বাজারে একাধিক সমস্যাও রয়েছে। কিন্তু তিনি আশাবাদী যে ভারতের বাজারকে অ্যাপল সঠিকভাবে ধরতে পারবে এবং তাতে প্রভাব বিস্তার করতে পারবে।

বর্তমানে বিশ্ব রাজনীতিতে আমেরিকার সঙ্গে চীনের সম্পর্ক একেবারে তলানিতে এসে ঠেকার কথা প্রায় সকলেই জানেন। এই পরিস্থিতিতে আমেরিকান কোম্পানি অ্যাপল ভীনের ওপর নীর্ভরশীলতা কমাতে চাইবে বলেই মত বিশেষজ্ঞদের৷

তার ওপরে ভারতের কেন্দ্র সরকার কিছু নিয়ম শিথিল করায় অ্যাপল এইদেশে অ্যাসেম্বল করতে রাজি হয়েছে বলে জানাচ্ছেন বিশেষজ্ঞরা।