রাখিবন্ধনেও চিনকে বয়কট করছে ভারতবাসী

0
455

বঙ্গদেশ ডেস্ক: চিনা রাখি৷ গত কয়েক বছরে রাখিবন্ধন পালনের সময় ভারতের বাজারে বেশ জনপ্রিয় হয়েছিল৷ এবার তাতেও ধাক্কা খেল চিন৷ লাদাখে প্রকৃত নিয়ন্ত্রণ রেখা নিয়ে ভারতের সঙ্গে চিনের লড়াই যে এর কারণ, তা আর বলার অপেক্ষা রাখে না৷

যেহেতু এখন ভারত জুড়ে চিন বিরোধী মনোভাব চলছে৷ প্রধানমন্ত্রীর ডাকে সাড়া দিয়ে ব্যবসায়ী থেকে সাধারণ মানুষ সকলেই ভোকাল ফর লোকাল হচ্ছেন৷ তাই কনফেডারেশন অফ অল ইন্ডিয়া ট্রেডার্সের তরফে বাজারে নিয়ে আসা হয়েছে হিন্দুস্থানি রাখি৷

শুধু হিন্দুস্থানি রাখি নয়, ওই সংগঠনের তরফে মোদী রাখি বাজারে নিয়ে আসা হয়েছে৷ ওই রাখি দু’টিই খুব জনপ্রিয় হয়েছে৷ অনেকেই এবারের রাখিবন্ধনে এই রাখি কেনার জন্য ভিড় করছেন ক্রেতারা৷ এমনটাই জানাচ্ছেন ব্যবসায়ীরা৷

বিশ্বজুড়ে করোনা পরিস্থিতিতে কাজ গিয়েছে অনেকের৷ ভারতেও অনেকে বেকার হয়েছেন৷ সেকথা মাথায় রেখে ওই সংগঠন মহিলা স্বনির্ভর গোষ্ঠা, অঙ্গনওয়াড়ি কর্মী এবং যাঁরা কাজ হারিয়েছেন, তাঁদের রাখি তৈরির কাজে যুক্ত করা হয়েছে৷