আইপিএল এবার আমিরশাহীতে, ঘোষণা বোর্ডের

0
409

বঙ্গদেশ ডেস্ক: সব জল্পনার অবসান৷ এবার বাতিল হচ্ছে না ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ৷ আগামী ১৯ সেপ্টেম্বর হাই প্রোফাইল ফ্র্যাঞ্চাইজি লিগ শুরু হতে চলেছে৷ শুক্রবার আইপিএল গর্ভনিং বডির চেয়ারম্যান ব্রিজেশ প্যাটেল এই কথা জানিয়েছেন৷

প্রতিবছর মার্চ থেকে মে মাসের মধ্যে আইপিএল আয়োজিত হয়৷ এবারও তাই হওয়ার কথা ছিল৷ কিন্তু করোনা পরিস্থিতির জেরে তা পিছিয়ে দেওয়া হয়৷ তার পর থেকেই জল্পনা চলছিল এই প্রতিযোগিতা আদৌ হবে কি না, তা নিয়ে৷

ক্রিকেট সম্পর্কে ওয়াকিবহাল মহলের দাবি ছিল, অক্টোবরে টি-২০ বিশ্বকাপ বাতিল হয়ে গেলে সেই সময়ে আইপিএল আয়োজিত হতে পারে৷ কিন্তু কোথায় হবে সেই প্রতিযোগিতা৷ ভারতে পরিস্থিতি যে স্বাভাবিক নয়, তা অনেকেই বলছিলেন৷

এই অবস্থায় একাধিক দেশের নাম উঠে আসছিল৷ সেই তালিকায় ছিল সংযুক্ত আরব আমিরশাহীর নাম৷ শুক্রবার ব্রিজেশ প্যাটেল জানিয়েছেন ওই দেশেই এবার আয়োজন করা হবে এই প্রতিযোগিতা৷ ১৯ সেপ্টম্বর থেকে ৮ নভেম্বর পর্যন্ত খেলা হবে ওই দেশের তিনটি ভেন্যুতে। দুবাই, আবুধাবি এবং শারজার তিনটি স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে ম্যাচগুলি।

প্রতিযোগিতা তো হবে৷ বিরাট কোহলিরা ব্যাট হাতে মাঠে নামবেন৷ তাঁর বিরুদ্ধে বল হাতে অশ্বিন-মালিঙ্গাদের খেলবেন৷ কিন্তু মাঠে কি দর্শকরা থাকবেন? এই প্রশ্নের উত্তর এখনও পাওয়া যায়নি৷ আইপিএল গর্ভনিং কাউন্সিল এই বিষয়টি সংশ্লিষ্ট দেশের সরকারের উপরই ছেড়ে দেওয়া হয়েছে৷