দেশের ঝুলিতে আন্তর্জাতিক সম্মান, UNESCO’র ‘হেরিটেজ’তকমা পেল কলকাতার দুর্গাপুজো

0
652

বঙ্গদেশ ডেস্ক: বাংলার মুকুটে নয়া পালক। আন্তর্জাতিক স্বীকৃতি মিললো এ রাজ্যের দুর্গাপুজোর। ইউনেস্কোর (UNESCO) ‘সাংস্কৃতিক ঐতিহ্যের’ তালিকায় নয়া সংযোজন বাংলার দুর্গোৎসব।

দুর্গাপুজো বাঙালি হিন্দুর প্রাণের উৎসব। সকলে ভেদাভেদ ভুলে মেতে ওঠে এই উৎসবে। বর্তমানে বঙ্গ সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠেছে এই উৎসব। সবকিছুর উর্ধ্বে গিয়ে এবার আন্তর্জাতিক সম্মান ছিনিয়ে নিল বাঙালির দুর্গাপুজো। বুধবার ইউনেস্কোর তরফে টুইটে বলা হয়েছে, রাষ্ট্রপুঞ্জের শিক্ষা, বিজ্ঞান ও সাংস্কৃতিক সংস্থার ‘ইনট্যানজিবল কালচারাল হেরিটেজ’-এর (Intangible Heritage) তালিকায় জায়গা করে নিয়েছে বাঙালির দুর্গাপুজো।

১৩ ডিসেম্বর থেকে প্যারিসে শুরু হয়েছে ইউনেস্কোর বিশেষ সভা। এই সভা চলবে ১৮ তারিখ অবধি। সেই বিশেষ সভাতেই এই অভিনব সিদ্ধান্ত গৃহীত হয়েছে বলে সূত্রের খবর। ইউনেস্কোর তরফে বিবৃতি জারি করে জানানো হয়েছে, ধর্ম-জাত-অর্থের বেড়াজাল ভেঙে দুর্গোৎসবে শামিল হন সকলে। দুর্গাপুজোর এই বিশেষ বৈশিষ্ট্যের জন্য ‘হেরিটেজ’ তকমা দেওয়া হয়েছে বাঙালির সর্বশ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজোকে।

গত সেপ্টেম্বর মাসে দুর্গোৎসবকে আন্তর্জাতিক স্তরের উৎসবের স্বীকৃতি দিতে উদ্যোগ গ্রহণ করেছিল রাজ্য সরকার। কেন্দ্রীয় মানবসম্পদ উন্নয়ন মন্ত্রকের মাধ্যমে এই আবেদন করা হয়েছিল রাষ্ট্রপুঞ্জের শিক্ষা, বিজ্ঞান ও সাংস্কৃতিক সংস্থার কাছে। সেই আবেদন খুঁটিয়ে খুঁটিয়ে পরীক্ষা নিরীক্ষা করেন বিশ্বের বিভিন্ন দেশের প্রতিনিধিরা। সেই বিচারের ভিত্তিতে হেরিটেজ তকমা দেওয়া হল বাংলার প্রাণের পুজো দুর্গাপুজোকে।

প্রসঙ্গত, মানবসভ্যতার বহমান সাংস্কৃতিক ঐতিহ্যের ধারাকে বয়ে নিয়ে চলার জন্য এখনও পর্যন্ত বিশ্বের মোট পাঁচটি উৎসবকে বিশেষ স্বীকৃতি দিয়েছে ইউনেস্কো। ফ্রান্স, বেলজিয়াম, সুইজারল্যান্ড, ব্রাজিল,বলিভিয়ার মতো বিশ্বের মাত্র ৫টি দেশের উৎসব এখনও পর্যন্ত ইউনেস্কোর তালিকায় স্বীকৃতি দেওয়া হয়েছে। এবার সেই তালিকায় জুড়ে গেল ভারতের নাম সেই সঙ্গে জুড়ে গেল বাংলারও নাম।

প্রধানমন্ত্রী টুইটারে আনন্দ প্রকাশ করে লিখেছেন , ” প্রত্যেক ভারতীয়ের জন্য অত্যন্ত গর্ব ও আনন্দের বিষয় ! দুর্গাপূজা আমাদের সাংস্কৃতিক ও আত্মিক বৈশিষ্ট্যের শ্রেষ্ঠ দিকগুলিকে উন্মোচন করে । আর , কলকাতার দুর্গাপুজোর অভিজ্ঞতা প্রত্যেকের অনুভব করা উচিত । ”

অমিত শাহ টুইট বার্তায় লিখেছেন , “ শুভ দুর্গাপুজো ভারতের চমৎকার সাংস্কৃতিক ঐতিহ্য এবং ঐক্যের চেতনাকে প্রতিফলিত করে তোলে । এটা জেনে ভীষণ ভালো লাগছে যে এই অনন্য উৎসবটি ইউনেস্কোর ঐতিহ্য তালিকায় জায়গা করে নিয়েছে । প্রত্যেক ভারতীয় এই খবরে অত্যন্ত গর্বিত।”

বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী টুইটারে পোস্ট করেছেন। “ আজকের দিনটি সকল বাঙালি সহ প্রত্যেক ভারতীয়র জন্য অত্যন্ত গর্বের ও আনন্দের দিন । আমাদের দুর্গাপুজো আজ বিশ্ব বন্দিত।”