পেঁচা নয় এই গ্রামে হাতির পিঠে চেপে আসেন মা লক্ষ্মী

0
817

বঙ্গদেশ ডেস্ক :- আমরা সকলেই জানি মা লক্ষ্মীর বাহন পেঁচা।কিন্তু হাতির পিঠে চেপে আসেন দেবী লক্ষ্মী ? হ্যাঁ এমনটাই হয় বাঁকুড়া জেলার রামকানালি গ্রামে। হাতির আক্রমণের হাত থেকে ফসল বাঁচাতে বাঁকুড়ার বেলিয়াতোড় এলাকার জঙ্গল লাগোয়া রামকানালি গ্রামে আজ থেকে প্রায় ১০০ বছর আগে শুরু হয়েছিল গজ লক্ষ্মীর পুজো।

সে কারণে এখানে চিরাচরিত পেঁচা নয়, দেবী লক্ষ্মী হাতির পিঠে উপবিষ্টা। মাঝের কিছু বছর হাতির আক্রমণ থেকে রক্ষা পেলেও গত কয়েক বছর ধরে ফের শুরু হয়েছে হাতির উপদ্রব। জমির ফসল বাঁচাতে হিমশিম অবস্থা ওই গ্রামের বাসিন্দাদের। আর তারপর চলতি বছরে করোনা আবহের মধ্যেও গ্রামে পুজো হচ্ছে। তবে সেই আগের জৌলুস আর বজায় নেই। নিয়ম রক্ষার পুজো হয়ে দাঁড়িয়েছে বলে গ্রামের মানুষ জানিয়েছেন।

এক গ্রামবাসী বলেন, বাঁকুড়ার বিস্তীর্ণ এলাকা জঙ্গল মহল নামেই পরিচিত, আর এই জঙ্গল মহলে হাতির উপস্থিতি বরাবর লক্ষ্য করা যায়। সেকারণে গ্রামের একমাত্র পুজোয় দেবী লক্ষ্মীর বাহন হাতি। প্রতি বছর মহাধুমধামে পুজো হতো। তবে এবার করোনার কারণে সমস্ত ধরণের অনুষ্ঠান বাতিল ঘোষণা করা হয়েছে। তবে স্বাস্থ্যবিধি মেনেই পুজো হবে। তারউপর এই এলাকায় ৪০ টি হাতির একটি দল দাপিয়ে বেড়াচ্ছে বেশ কিছুদিন ধরে। আত্মীয় স্বজনরাও এবারের পুজোয় সেভাবে অংশ নিতে পারবেননা বলে তিনি জানান।